ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরের দলে চমক রাখল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, ডিসেম্বর ১১, ২০২৩
ভারত সফরের দলে চমক রাখল ইংল্যান্ড

গত জুনেই অভিষেক হয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে। চার মাসে ম্যাচ খেলেছেন কেবল ৬ টি।

ডানহাতি স্পিনে খুব একটা জাত চেনাতে পারেননি নিজের। কিন্তু তা সত্ত্বেও জাতীয় দলের দরজা খুলে গেল তার জন্য। আসন্ন ভারত সফরের জন্য ইংল্যান্ড দলে তাই শোয়েব বশিরের থাকাটা বেশ চমক জাগানিয়া।

বেন স্টোকসের নেতৃত্বে আজ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে বশির ছাড়াও নতুন মুখ গাস অ্যাটকিনসন ও টম হ্যার্টলি।

লাল বলের ক্রিকেটে অনভিজ্ঞ হলেও আফগানিস্তান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের লায়ন্সের ৪২ রানে ৬ উইকেট নেন বশির। সেটাই নজর কাড়ে নির্বাচকদের। বশিরের তুলনায় অভিজ্ঞতায় অবশ্য এগিয়ে হ্যার্টলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ ম্যাচ খেলে বাঁহাতি এই স্পিনারের শিকার ৪০ উইকেট। সফরে আরও দুজন স্পিনার রেহান আহমেদ ও জ্যাক লিচকে রাখা হয়েছে।

পেসার হিসেবে আছেন কেবল চারজন- জেমস অ্যান্ডারসন, মার্ক উড, গাস অ্যাটকিনসন ও ওলি রবিনসন। কিছুদিন আগে হাঁটুর অস্ত্রোপচার করানো স্টোকস বল করতে পারবেন কি না তা নিয়ে এখনো শঙ্কা রয়েছে।
এদিকে বাদ দেওয়া হয়েছে অ্যাশেজের দলে থাকা ক্রিস ওকস, ড্যান লরেন্স, লিয়াম ডসন ও উইল জ্যাকস । ডসন ও জ্যাকসের দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে চুক্তি থাকায় খেলতে পারবেন না সিরিজে।  

জানুয়ারি মাঝামাঝিতে আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করবে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ২৫ জানুয়ারি।
  
ইংল্যান্ডের টেস্ট দল: রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হ্যার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, বেন স্টোকস (অধিনায়ক), মার্ক উড।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।