ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের জন্য অপেক্ষা বিসিবির, পারফর্ম করলে টি-টোয়েন্টিতেও রিয়াদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
তামিমের জন্য অপেক্ষা বিসিবির, পারফর্ম করলে টি-টোয়েন্টিতেও রিয়াদ

তামিম ইকবাল নাটকীয়তা এখন বাংলাদেশের ক্রিকেটে নিয়মিত ঘটনা। অবসর নিয়ে আবার ফেরা, অধিনায়কত্ব ছাড়া, বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ও এরপরের ঘটনা মিলিয়ে এক জটিলতাই তৈরি হয়েছে এ ওপেনারকে ঘিরে।

বিশ্বকাপের প্রায় মাসখানেক পরও সেসবের মীমাংসা হয়নি।  

কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন তামিম। সেখান থেকেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। নতুন বছরের শুরুতে সেটি জানানো হবে বলে তখন বলা হয়। এখন একই কথা বলছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসও।  

নতুন বছরে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয় আছে। তামিম ইকবাল কি সেখানে থাকবেন? এমন প্রশ্নও আসছে। তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু জানেন না বলে জানালেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। সেটি জেনেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান জালাল ইউনুস।  

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করেছি, যেহেতু মিডিয়াতে দেখেছেন। তামিম বলেছে, মাননীয় সভাপতি উনিও বলেছে তার সঙ্গে একটা মিটিং হয়েছে। এর মধ্যে তামিম ভবিষ্যতের ক্রিকেট নিয়ে কী আলাপ-আলোচনা হয়েছে আমি জানি না। ’

‘তার থেকে জানতে হবে তার কমিটমেন্ট কী সামনের দিকে। এটার ওপর ভিত্তি করে চুক্তির কথা চিন্তা করতে হবে। আমরা জানুয়ারি মাসেই জানার কথা। এটা আরও ১০-১৫ দিন পরে। ভবিষ্যতে কী কমিটমেন্ট, নিজের কী পরিকল্পনা সেটা জানার ওপর নির্ভর করছে আমরা তাকে কীভাবে চুক্তি দেবো। ’ 

বিশ্বকাপের আগে প্রায় বছরখানেক দল থেকে ছিটকে গিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর তার জায়গা হয় বিশ্বকাপে। দলের ব্যর্থতার মধ্যেও আলো কাড়েন তিনি। ৮ ম্যাচে এক হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিতে ৩২৮ রান করেন রিয়াদ।  

টেস্ট থেকে ইতোমধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে এখনও বিদায় বলেননি টি-টোয়েন্টি ফরম্যাটকে। বিসিবি বলছে, এই ফরম্যাটেও তার জন্য দরজা খোলা আছে। তবে তার জন্য আগে মাঠে পারফর্ম করতে হবে।  

জালাল বলেন,  ‘পারফরম্যান্সের ওপর নির্ভর করছে (রিয়াদের ফেরা)। যদি তার পারফরম্যান্স টি-টোয়েন্টিতে থাকে, নির্বাচক আছে, কোচ আছে; তারা মনিটর করবে পারফরম্যান্স। যদি পারফরম্যান্স বলে সে ফিরতে পারে, তাহলে কেন নয়?’

বাংলাদেশ সময় : ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।