ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানি সমর্থকদের জন্য অস্ট্রেলিয়ায় অ্যালকোহল-মুক্ত জোন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
পাকিস্তানি সমর্থকদের জন্য অস্ট্রেলিয়ায় অ্যালকোহল-মুক্ত জোন

অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট মানেই উৎসব। সেই উৎসবের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বিয়ার।

গ্যালারি-ভর্তি দর্শকের হাতে বিয়ারের গ্লাস অস্ট্রেলিয়ায় খুব পরিচিত দৃশ্য।  

তবে পাকিস্তানি সমর্থকদের এটা মোটেই স্বাভাবিক ব্যাপার নয়। তাই এবার ব্যতিক্রমী এক উদ্যোগ দিয়েছে পার্থ স্টেডিয়াম কর্তৃপক্ষ। মাঠে বেশি বেশি পাকিস্তানি সমর্থক টানতে তারা স্টেডিয়ামে দুটি আলাদা জোন রেখেছে, যেখানে অ্যালকোহল নিষিদ্ধ থাকবে।

প্রায় চার বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গেছে পাকিস্তান দল। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া প্রবাসী পাকিস্তানি সমর্থকরা স্টেডিয়ামের বড় একটা অংশ দখলে রাখবেন। মূলত তাদের সুবিধার কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছে পার্থ স্টেডিয়াম কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ায় ৩ টেস্টের সিরিজ খেলবেন বাবর আজমরা। যার প্রথমটি হবে পার্থে, আগামী ১৪ ডিসেম্বর। এ ম্যাচ নিয়ে শুরুতে দর্শক আগ্রহ কম ছিল, তবে অ্যালকোহল-মুক্ত জোন ঘোষণার পর ১৮ হাজারের বেশি পাকিস্তানি সমর্থক টিকিট কিনেছেন।  

পাকিস্তানের ড্রেসিংরুমের সঙ্গে ‘পাকিস্তান বে’ নামে দুইটি আলাদা জোন থাকবে গ্যালারিতে। এই দুই জোন সম্পূর্ণ অ্যালকোহল-মুক্ত রাখা হবে। পরিবার নিয়ে যাতে নির্বিঘ্নে খেলা উপভোগ করাড় সুবিধার্থে এই উদ্যোগ।

এছাড়া দর্শক টানতে আরও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। বিখ্যাত সাইলানি অ্যাভিনিউ থেকে শুরু হয়ে স্টেডিয়ামের গেট পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করেছে তারা।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।