ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিংকু, সূর্যের ঝড় জেতাতে পারলো না ভারতকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
রিংকু, সূর্যের ঝড় জেতাতে পারলো না ভারতকে

সূর্যকুমার যাদব ও রিংকু সিংয়ের ব্যাটে ঝড় উঠলো, দুজনেই হাঁকালেন হাফ সেঞ্চুরি। কিন্তু তারা আড়ালে পরে গেলেন ম্যাচ হেরে।

রেজা হেনরিকসের ঝড়ো ব্যাটিংয়ে শেষ অবধি ম্যাচটি নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে ভারতকে। শুরুতে ব্যাট করে ১৯ ওভার ৩ বল খেলে ১৮০ রান করে সফরকারীরা, এরপর নেমে আসে বৃষ্টি। পরে খেলা শুরু হলে স্বাগতিকদের সামনে ১৫ ওভারে ১৫২ রানের লক্ষ্য দাঁড়ায়। ৭ বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
 
বৃষ্টিতে ঢেকে থাকা পিচে টস জিতে বোলিং নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। প্রথম দুই ওভারেই আউট হন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুবমান গিল। দুজনেই ফেরেন শূন্য রানে। সেই ধাক্কা সামলে কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠেন তিলাক ভার্মা ও সূর্যকুমার। ২০ বলে ২৯ রান করে ফিরে যান তিলক।

এর মধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ করেন সূর্যকুমার। এতে একটি রেকর্ডেও নাম লেখান তিনি। ১ হাজার ১৬৪ বল খেলে ২ হাজার রান করেছেন সূর্য, যেটি সবচেয়ে দ্রুততম। ১ হাজার ২৮৩ বল খেলে আগে এই রেকর্ডটি ছিল অ্যারন ফিঞ্চের।

২৯ বলে হাফ সেঞ্চুরি করার পর ৩৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করে আউট হন তিনি। ৪৮ বলে রিংকুর সঙ্গে ৭০ রানের জুটি ভাঙে।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে ৩৯ বলে ২ ছক্কা ও ৯ চারে ৬৮ রানে অপরাজিত থাকেন রিংকু। ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন তাবরিজ শামসি, তিনি পরে হন ম্যাচসেরাও।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ঝড় তোলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। দুই ওভারে আসে ৩৮ রান। পরের ওভারে রান আউটে কাটা পড়েন ৭ বলে ১৬ রান করা ম্যাথিউ ব্রিটজকি। এরপর মার্করামের সঙ্গে ৩০ বলে ৫৪ রানের জুটি হয় হেনরিকসের। মার্করাম বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ৩০ রান করে।  

এরপর দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ৮ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৪৯ রান করে আউট হয়ে যান হেনরিকস।  ৫ বলে ৭ রান করে আউট হয়ে যান হেনরিখ ক্লাসেনও। তবে ডেভিড মিলার দলকে পথ হারাতে দেননি। জাদেজাকে ছক্কা মেরে ৭ বল আগে দলের জয় নিশ্চিত করেন ফেহলেকাউ।

বাংলাদেশ সময় : ১১১৬ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।