ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সূর্যের শতকে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিলো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
সূর্যের শতকে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিলো ভারত

যশস্বী জাসওয়াল শুরুটা করলেন দারুণ। কিন্তু পরের ব্যাটাররা কেউই রান বড় করতে পারেননি।

এরপর আগের ম্যাচের ইনিংস এটিতেও টেনে আনেন সূর্যকুমার যাদব। তার বিধ্বংসী সেঞ্চুরির পর বল হাতে আলো ছড়ান কুলদ্বীপ যাদব।

বৃহস্পতিবার রাতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে ভারত। জবাব দিতে নেমে স্রেফ ৯৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বৃষ্টিতে এক ম্যাচ ভেসে যাওয়ার পর ১-১ সমতায় শেষ হয়।  

টস হেরে ব্যাট করতে নেমে ২৯ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। ৩ ওভারের মধ্যে এই ধাক্কা খাওয়ার পর যশস্বী জাসওয়ালের সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন সূর্যকুমার যাদব। তাবরিজ শামসির বলে রেজা হেনরিকসের হাতে ক্যাচ দিয়ে ৪১ বলে ৬০ রান করে ফিরে যান জাসওয়াল, ভাঙে সূর্যের সঙ্গে তার ৭০ বলে ১১২ রানের জুটি।

পরের গল্পের পুরোটাই সূর্যকুমারের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। ইনিংসের চার বল বাকি থাকতে আউট হন তিনি, এর আগে ৭ চার ও ৮ ছক্কায় ৫৬ বলে ১০০ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট নেন কেশভ মাহরাজ ও লিজাড উইলিয়ামস।

রান তাড়ায় নেমে সেভাবে প্রতিরোধই গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেভিড মিলার। এছাড়া এইডেন মার্করাম ১৪ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাদের দুজনের বিদায়ের পর স্রেফ ১৩ ওভার ৫ বলেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন কুলদ্বীপ। দুই উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।