ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব না থাকায় গুরুত্ব বেড়েছে সৌম্য সরকারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
সাকিব না থাকায় গুরুত্ব বেড়েছে সৌম্য সরকারের

অনেকদিন ধরেই আছেন অফ ফর্মে। ঘরোয়া লিগেও করতে পারছিলেন না বলার মতো কিছু।

তবুও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়েছে সৌম্য সরকারকে। এই সিরিজে আবার খেলছেন না সাকিব আল হাসান।

এই অলরাউন্ডারের অনুপুস্থিতিতে সৌম্যের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর আগে তাকে নেওয়ার ব্যাখ্যায় নিউজিল্যান্ডের আগের পারফরম্যান্সের কথা বলেছিলেন প্রধান নির্বাচক। এবার সাকিবের অনুপুস্থিতিতে পেস বোলিং অলরাউন্ডার সৌম্যের গুরুত্বের কথা বলছেন শান্ত।

তিনি বলেন, ‘আলাদা কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না। সবাই গুরুত্বপূর্ণ। তবে সৌম্যর দায়িত্বটা গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সঙ্গে উনার বোলিংটাও খুব জরুরি। যেহেতু সাকিব ভাই নেই, তাই (সৌম্যর) ব্যাটিংয়ের সাথে বোলিংটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্ট এই কথা চিন্তা করেই তাকে দলে অন্তর্ভুক্ত করেছে। এর সাথে অভিজ্ঞতাটা তো আছেই। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে এবার বাংলাদেশের সিরিজ সাদা পোশাকে। ওয়ানডে অথবা টি-টোয়েন্টি কোনো ফরম্যাটেই এর আগে কখনও ম্যাচ জেতেনি বাংলাদেশ। শুধু মাত্র মাউন্ট মঙ্গুনইতে একটি টেস্ট জেতে তারা। এবার অবশ্য আশাবাদী শান্ত।

তিনি বলেন, ‘এর আগে যতবারই (নিউজিল্যান্ডে) এসেছে (বাংলাদেশের) কোনো দল এটি (নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলে জয়) করতে পারেনি। তবে কোনো না কোনো দলকে তো করতে হবে। আমার মনে হয়, এই দলটার সেই সামর্থ্য আছে। সবাই বিশ্বাস করে, এই বছর আমাদের ভিন্ন ফল হবে ইনশাআল্লাহ। ’

‘এখানে তো সাধারণত পেস বোলারদের বেশি সাহায্য থাকে। তবে এই বিষয়ে খুব বেশি তথ্য দিতে চাই না। দেওয়াটা উচিতও না। কারণ এটা খুবই গোপনীয় বিষয়। দলের কম্বিনেশনের ক্ষেত্রেও একই। কালকে যখন আমরা খেলাটা শুরু করব তখনই দেখতে পারবেন। ’

বাংলাদেশ সময় : ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।