ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইতিহাস গড়ে ইংল্যান্ডকে হারাল ভারত নারী দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
ইতিহাস গড়ে ইংল্যান্ডকে হারাল ভারত নারী দল

ইতিহাস গড়ে ইংল্যান্ড নারী ক্রিকেট দলকে হারিয়েছে ভারতের নারী ক্রিকেট দল। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে বিশ্বরেকর্ড গড়ে সফরকারীদের হারাল স্বাগতিকরা।

আড়াই দিনে নিজেদের মাটিতে ভারতীয় মেয়েরা একমাত্র টেস্ট জিতল ৩৪৭ রানের বড় ব্যবধানে। তাতে ভেঙে গেল মেয়েদের টেস্টে সবচেয়ে বড় জয়ে ২৫ বছরের পুরনো রেকর্ড ।

ইংল্যান্ডকে প্রথমবার দেশের মাটিতে টেস্টে হারালো ভারত। একই সঙ্গে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো। তৃতীয় দিন সকালের সেশনে ইংল্যান্ডকে ১৪১ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দিয়ে জিতে যায় ভারত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪২৮ রান করেছিল তারা।

তারপর প্রথম ইনিংসে ১৩৬ রানে ইংল্যান্ডকে অলআউট করে ভারত। দীপ্তি নেন ৫ উইকেট। তারপর স্বাগতিকরা ৬ উইকেটে ১৮৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

৪৭৯ রানের চ্যালেঞ্জিং টার্গেটে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় দেড়শর আগেই। এই ইনিংসে দীপ্তি নেন ৪ উইকেট। ম্যাচে মোট ৯ উইকেট নেন। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দুই ইনিংসে মোট ৮৭ রান করেন। প্রথম ইনিংসে করেন ৬৭ রান।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।