ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

যুব এশিয়া কাপ জিতে আজ দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ বিকেলে বিমানবন্দরে পা রাখেন তারা।

তাদের শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালকদের একাংশ। সেখানে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরা বাংলাদেশ দলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দর থেকে যুবাদের নিয়ে যাওয়া হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

মিরপুরে যুবারা সংবাদমাধ্যমের সামনে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানাবেন। আগামীকালও ব্যস্ত সময় পার করতে হবে মাহফুজুর রহমান রাব্বি-মারুফ মৃধাদের। বিসিবির পক্ষ থেকে যে তাদের জন্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে। যদিও অভ্যর্থনায় ঠিক কী কী আয়োজন থাকছে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন, আগামীকালের আয়োজনে যুবাদের জন্য কেক কাটার ব্যবস্থা থাকবে। এবারের যুব এশিয়া কাপে বেশ দাপুটে ক্রিকেট খেলেছেন বাংলাদেশ। একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল তারা। গতকাল ফাইনালেও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে উঁচিয়ে ধরে শিরোপা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।