ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে ওভারপ্রতি দুটি বাউন্সার দিতে পারবেন বোলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আইপিএলে ওভারপ্রতি দুটি বাউন্সার দিতে পারবেন বোলাররা

ব্যাট-বলের প্রতিন্দ্বন্দ্বিতা বাড়াতে এবার ক্রিকেটের আরও একটি নিয়ে পরিবর্তন আনছে আইপিএল। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন মৌসুমে ওভারপ্রতি দুটি করে বাউন্সার দিতে পারবেন।

যা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে।

সাধারণত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়ম অনুসারে, এক ওভারে কেবল মাত্র একটি বাউন্সার বা শর্ট বল দিতে পারেন বোলাররা। একই কাজ পুনরায় করলে নো ডাকেন আম্পায়ার। তবে আইপিএলে তৃতীয় শর্ট বলের ক্ষেত্রে নো বল ডাকা হবে।

নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন জয়দেব উনাদকাট। এবারের নিলামে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা বাঁহাতি এই পেসার বলেন, ‘আমার মনে হয় ওভারে দুটি বাউন্সার বেশ কাজে আসবে এবং আমার মনে হয় এটি এমন একটা ব্যাপার, যাতে বোলাররা ব্যাটসম্যানের ওপর সুবিধা পাবে। কারণ, ধরুন একজন স্লো বাউন্সার করল…আগে ব্যাটসম্যান নিশ্চিত থাকত যে আর বাউন্সার আসবে না। তবে এখন ওভারের প্রথম অর্ধে আপনি যদি একটা স্লোয়ার বাউন্সার করেও থাকেন, আপনি আরেকটি করতে পারবেন। ’

এরপর তিনি যোগ করেন, ‘যারা বাউন্সারে দুর্বল, তাদের আরও ভালো হতে হবে। বোলারদের বাড়তি একটি অস্ত্র থাকবে। ফলে আমার মনে হয়, ছোট একটি পরিবর্তনের বড় প্রভাব আছে। বোলার হিসেবে এ নিয়মটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়। ’

দুটি বাউন্সার দেওয়ার এই নিয়ম ডেথ ওভারে কাজে লাগবে বলে জানান উনাদকাট, ‘ফাস্ট বোলারদের জন্য ডেথ ওভারের বোলিং বেশ ইয়র্কার-কেন্দ্রিক হয়ে পড়ছিল। এখন এটি ইয়র্কার হতে পারে, স্লোয়ার বল হতে পারে এবং এক ওভারে দুটি বাউন্সার হতে পারে। আপনি যদি দ্বিতীয় বাউন্সারটি নাও করেন, ব্যাটসম্যান এরপরও ধারণা করতে পারে যে বোলার হয়তো আরেকটি বাউন্সার করবে। ’

গত আসরে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করেছিল আইপিএল। যা এবারও থাকছে। এদিকে আজ অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে তা।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এএইচএস 
    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।