ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

৬ কোটি ৮০ লাখ রুপিতে হেডকে দলে নিল হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
৬ কোটি ৮০ লাখ রুপিতে হেডকে দলে নিল হায়দরাবাদ

২০২৩ বিশ্বকাপ মাতানো অজি ব্যাটার ট্রাভিস হেডকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এজন্য ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে ৬ কোটি ৮০ লাখ রুপি।

আজ দুবাইয়ে ২০২৪ আইপিএল নিলাম চলছে। যেখানে শুরুর দিকেই দল পেয়ে গেছেন গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সেরা খেলোয়াড় হেড। ২ কোটি ভিত্তিমূল্য ছিল তার। এরপর সেই মূল্য গিয়ে ঠেকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে, যা হাঁকায় সানরাইজার্স।  

তবে নিলামের শুরুতে হেড নন, বড় চমক হয়ে এসেছে রভম্যান পাওয়েল। ১ কোটি ভিত্তিমূল্য ছিল এই ক্যারিবীয় অলয়াউন্ডারের। তাকে নিয়ে কিছুটা 'কাড়াকাড়ি'ও হয়েছে। তবে শেষ পর্যন্ত তাকে ৭.৪ কোটিতে নিজেদের করে নিয়েছে রাজস্থান রয়্যালস।  

নিলামে দল পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক্ও। তাকে ৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ১.৫ কোটি ভিত্তিমূল্যে যাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদে।  

নিউজিল্যান্ডের ব্যাটিং সেনসেশন রাচিন রবীন্দ্রও দল পেয়েছেন তাকে ১.৮ কোটি রুপিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ভারতীয় পেসার শার্দূল ঠাকুর ৪ কোটি রুপিতে যাচ্ছেন চেন্নাইয়ে।

নিলামের প্রথম ধাপে দল পাননি স্টিভেন স্মিথ, রাইলি রুশোর মতো ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।