ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দুই ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে পথ হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাই শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণীর।

যেখানে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিজের করে নেয় স্বাগতিকরা।

ত্রিনিদাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৩৮ রান আসে আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ফিল সল্টের ব্যাট থেকে। এছাড়া লিয়াম লিভিংস্টোন ২৮ ও মঈন আলী করেন ২৩ রান। ক্যারিবিয়ানদের হয়ে দাপট দেখান দুই স্পিনার গুদাকেশ মোতি ও আকিল হোসেন।

এ দুজনই মূলত ভেঙে দেন ইংলিশদের টপ ও মিডল অর্ডার। মোতি শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া দুটি করে উইকেট ঝুলিতে যায় আকিল, জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলের।

জবাব দিতে নেমে চাপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজও। তবে একপ্রান্ত আগলে রেখে চার বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছান শেই হোপ। ৪৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৩০ রান করেন শেরফান রাদারফোর্ড।  

পাঁচ ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরিসহ ৩৩১ রান করায় সিরিজ সেরা হয়েছে ফিল সল্ট।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।