ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মোস্তাফিজ

প্রথম ম্যাচে তাও একটু কাছাকাছি ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়টিতে হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

ওই ম্যাচে স্বস্তি ছিল কেবল সৌম্য সরকারের সেঞ্চুরি। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টানা সপ্তম হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।  

এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। একাদশেও বদল এনেছে একটি। হাসান মাহমুদকে বসিয়ে খেলানো হচ্ছে মোস্তাফিজুর রহমানকে। নিউজিল্যান্ড অবশ্য নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই।  

তৃতীয় ওয়ানডের মাঠ নেপিয়ারে চার বছর পর ওয়ানডে ম্যাচ হচ্ছে। আগের ওয়ানডেটি খেলেছিল বাংলাদেশ, ২০১০-এ খেলেছিল আরও একটি। কিন্তু কোনোটিতেই জিততে পারেনি। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে রঙিন পোশাকে আসলে জয়ই নেই বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, এনামুল হক, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, আদি অশোক, জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রর্ক।

বাংলাদেশ সময় : ০৩৩৮ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।