ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে, বললেন নিউজিল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে, বললেন নিউজিল্যান্ড অধিনায়ক

পরপর দুই ম্যাচে দাপুটে জয়ে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলে নিউজিল্যান্ড।  কিন্তু শেষ ওয়ানডেতে এসে পাত্তাই পেল না তারা।

বাংলাদেশও তুলে নেয় তাদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম ওয়ানডে জয়। আজ নেপিয়ারে স্বাগতিকদের ৯ উইকেটে হারায় টাইগাররা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ড। বাংলাদেশের পেসারদের তোপে গুটিয়ে যায় মাত্র ৯৮ রানে। অল্প রানের পুঁজিতে বোলিংয়েও কিছু করার সুযোগ ছিল না। তাই ম্যাচশেষে সেই অসহায় আত্মসমর্পণের কথা স্বীকার করলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

বাংলাদেশের প্রশংসায় তিনি বলেন, ‘আজ বাংলাদেশ আমাদের পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এমন উইকেটে যেখানে বোলারদের জন্য সুবিধা ছিল, সেখানে আমাদের দায়িত্ব ছিল ভালো জুটি গড়ার। গত দুই ম্যাচে সেটা ভালোভাবেই করেছিলাম আমরা। কিন্তু আজ শুরু থেকে আমরা বিশাল চাপে ছিলাম। একের পর এক উইকেট হারিয়েছি দ্রুত। যখন স্কোরবোর্ডে কেবল একশর আশেপাশে রান থাকবে, তখন বাংলাদেশ সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এবং তারা সেটাই করেছে। ’

আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে বিশ্রামে থাকা বেশিরভাগ গুরুত্বপূর্ণ কিউই ক্রিকেটারই মাঠে ফিরবেন সেই সিরিজ দিয়ে। ল্যাথাম বলেন, ‘বিশ্বকাপ ও বাংলাদেশে (টেস্ট) খেলার পর যারা বিশ্রামে ছিল, ওদের অনেকেই চাঙা হয়ে ফিরবে। ৬ মাস পরেই (টি–টোয়েন্টি) বিশ্বকাপ। ওরা এখন এই সংস্করণের দিকে তাকিয়ে আছে। ’  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।