ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশাল হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
বিশাল হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রথম ওয়ানডেতে জয়ের পর সিরিজ জেতার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারলেও স্বপ্নটা ফিকে হয়ে যায়নি তখনো।

কিন্তু শেষ ম্যাচে এসে কপালে জুটল বিশাল ব্যবধানের হার। ভেঙে যায় ইতিহাস গড়ার স্বপ্ন।  সিরিজ নির্ধারণী ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে ২১৬ রানে হারে টাইগ্রেসরা। রানের হিসেবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। এর আগের রেকর্ডটিও ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাঁচ বছর আগের সেই ম্যাচে ১৫৪ রানে হেরেছিল বাংলাদেশ।

বেনোনিতে গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৩১৬ রানের পাহাড় দাঁড় করায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে যা যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।  লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের ওপেনিং জুটি থেকেই আসে ২৪৩ রান। যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষেও।

সেঞ্চুরির দেখা পান দুজনই। ১৩৪ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১২৬ রানে থামেন উলভার্ট। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি নিজের করে নেন প্রোটিয়া অধিনায়ক।  আরেক ওপেনার ব্রিটস আউট হন ১২৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ১১৮ রান করে।  বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন রাবেয়া খান। এছাড়া মারুফা আক্তার ও রিতু মনির শিকার একটি করে।

জিততে হলে রেকর্ডই গড়তে হতো বাংলাদেশকে। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় টাইগ্রেসরা। দুই অংক ছুঁতে পারেন কেবল তিন ব্যাটার। সর্বোচ্চ ৩৩ রান আসে রিতু মনির ব্যাট থেকে। প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন আয়াবোঙ্গা খাকা ও ন্যাডাইন ডি ক্লার্ক। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে ট্রফি নিজেদের মাটিতেই রাখে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের জন্য সফরের শুরুটা ইতিহাস গড়ে হলেও শেষটা হয়েছে দুঃস্বপ্নের ভেলায় চড়ে।

 

বাংলাদেশ সময়ঃ ০০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩

এএইচএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।