ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

৭১ টিভির প্রতিবেদনের বিষয়ে বিসিবির পদক্ষেপ আশা করেছিলেন মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
৭১ টিভির প্রতিবেদনের বিষয়ে বিসিবির পদক্ষেপ আশা করেছিলেন মুশফিক

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসের ঘটনা। হাত দিয়ে বল ধরে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিকুর রহিম।

সেই ঘটনাকে কেন্দ্র করে পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি তাদের সামাজিক প্ল্যাটফর্মে একটি প্রতিবেদন প্রকাশ করে।  

সেখানে মুশফিকের আউট নিয়ে ফিক্সিং সন্দেহ করা হয়। এ নিয়ে পরে তৈরি হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজের বিরক্তি প্রকাশ করেন। একাত্তর টিভি ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে আইনি নোটিশ পাঠান মুশফিক।  

তার ওই নোটিশের জবাব দিয়েছে একাত্তর টিভি। মুশফিকের দেওয়া কিছু শর্তও পূরণ করে তারা। এতে সন্তুষ্ট হয়ে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন তার আইনজীবি ব্যরিস্টার শিহাবউদ্দিন খান।  

এসময় মুশফিক আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনো ক্রিকেটারকে নিয়েই এরকম প্রতিবেদন করা হবে না। একই সঙ্গে অভিজ্ঞ এই ক্রিকেটার হতাশা প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পদক্ষেপ নিয়ে। অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে বিসিবির আরও সরব হওয়ার আশা করেছিলেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মুশফিক যেহেতু বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা আশা করেছিলাম একটি ইতিবাচক পদক্ষেপের। যদিও এখনও পর্যন্ত সেটি আমরা দেখিনি। এই ধরনের ক্ষেত্রে অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে বিসিবি ভূমিকা রাখলে একদিকে যেমন সুবিচার নিশ্চিত হয়, অন্যদিকে ভবিষ্যতে এই ধরনের মিথ্যা, মানহানিকর সংবাদ প্রকাশের বিষয়ে সতর্কতা জারি হয়। ’

বাংলাদেশ সময় : ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।