ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘২-৩ বছর খেলতে থাকলে ওরা দেখিয়ে দেবে...’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
‘২-৩ বছর খেলতে থাকলে ওরা দেখিয়ে দেবে...’

দায়িত্বের ভার এখন সবার উপরে। সিনিয়রদের অনুপুস্থিতিতে পারফর্মও করছেন ক্রিকেটাররা।

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডের পর জিতেছে টি-টোয়েন্টিতেও। বোলিংয়ে শরিফুল ইসলাম, মাহেদী হাসানদের পর ব্যাট হাতে পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা।

এমন পারফরম্যান্সে নতুন করে আশা দেখছে বাংলাদেশের ক্রিকেট। সহকারী কোচ নিক পোথাস বলছেন, ২-৩ বছর সময় দিলে এখনকার ক্রিকেটাররাই করে দেখাবেন দারুণ কিছু। নিউজিল্যান্ডের ১৩৪ রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে কিছুটা বিপদে পড়েছিল বাংলাদেশ। পরে পায় পাঁচ উইকেটের জয়, এতে স্বস্তিতেই আছে তারা।

পোথাস বলেন, ‘আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় বড় জয়। এই ছেলেরা যদি আগামী ২-৩ বছর খেলতে থাকে তারা দেখিয়ে দিবে তারা কী করতে পারে। একজন ব্যাটার যখন ক্রিজে যায় এটা ভেবে যে এটাই তার শেষ ইনিংস, ব্যাপারটা আতঙ্কের। বোলিংয়ের চেয়ে ভালো ব্যাটিং করা কঠিন। আপনার কাছে সুযোগ একটাই। বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারেন। ব্যাটিংয়ে একটাই চান্স। এ কারণে আপনার স্কিল প্রয়োজন। ’

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচের একটি জিতলেই হবে সিরিজ জয়। এর আগে কখনোই রঙিন পোশাকে নিউজিল্যান্ডে জেতেনি বাংলাদেশ। দারুণ সুযোগে সম্ভাবনা দেখছেন পোথাস।

তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি। ’

বাংলাদেশ সময় : ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।