ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাত্র তিন দিনেই দক্ষিণ আফ্রিকার কাছে হারল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
মাত্র তিন দিনেই দক্ষিণ আফ্রিকার কাছে হারল ভারত

প্রথম ইনিংসে ভারতের হয়ে কেবল লড়লেন লোকেশ রাহুল, দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি। অপরদিকে নিজেদের প্রথম ইনিংসে ডিন এলগারের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

জবাব দিতে নেমে যেটি উতরানোর আগেই গুটিয়ে যায় সফরকারীরা। হারতে হয় ইনিংস ব্যবধানে।  

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার জয় ইনিংস ও ৩২ রানে। টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৫ রানে গুটিয়ে যায় ভারত। জবাব দিতে নেমে ৪০৮ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ম্যাচ শেষ হয় মাত্র তিনদিনেই।

আগে ব্যাট করতে নামা শুরুতেই হারায় রোহিত শর্মাকে (৫)। আরেক ওপেনার জায়সাওয়াল বিদায় নেন ১৭ রানেই। তিনে নামা শুভমান গিলের ব্যাট থেকে আসে কেবল ২ রান। চারে নেমে কোহলি বেশ কিছুক্ষণ লড়াই চালালেও ৩৮ রানের বেশি করতে পারেননি। পাঁচে নেমে ৩১ রান করে সাজঘরে ফেরেন শ্রেয়াস আইয়ার।  

বাকিদের এই আসা যাওয়ার মাঝে একাই লড়াই করেন রাহুল। ঝড়ো ব্যাটিংয়ে এই ব্যাটার শতক পূর্ণ করেন ১৩৩ বলে। এরপর আর এক রান যোগ করতেই বিলিয়ে দেন উইকেট। শেষদিকে শার্দুল ঠাকুরের ২৪ রানে ২৪৫ পর্যন্ত সংগ্রহ করতে পারে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ বোলিং করেন কাগিসো রাবাদা। ২০ ওভারে ৫৯ রান খরচায় তিনি নেন ৫ উইকেট। তিন উইকেট নেন নান্দ্রে বার্গার।  

ভারতের সংগ্রহের জবাবে খেলতে নেমে ৫ রানেই বিদায় নেন প্রোটিয়া ওপেনার মার্করাম। এরপর ব্যাট করতে নেমে ২৮ রানে বিদায় নেন টনি দে জর্জি। চারে নামা কিগান পিটারসেন কেবল ২ রানে হারান উইকেট। পাঁচে নেমে বেডিংহ্যাম সঙ্গ দেন এলগারকে। গড়েন ১৩১ রানের দারুণ এক জুটি। ৭৯ বলে পঞ্চাশ পূর্ণ করেন এলগার। আর শতক পূর্ণ করেন ১৪০ বলে। তাকে সঙ্গ দেওয়া বেডিংহ্যামও পান পঞ্চাশের দেখা; ৮০ বলে।  

ফিফটি হাঁকিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি বেডিংহ্যাম। ৫৬ রানে হারান উইকেট। এরপর এলগারকে সঙ্গ দেন ইয়ানসেন। গড়েন ১১১ রানের জুটি। তৃতীয় দিনের শুরুতে দেড়শ হাকিয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকেন এলগার। তবে সেটি আর হলো না। শার্দুল ঠাকুরের বলে হারান উইকেট। যাওয়ার আগে নিজের ২৮৭ বলে ১৮৫ রানের ইনিংসটি সাজান ২৮ চারে।  

এলগারের বিদায়ের পর লড়াই করেন ইয়ানসেন। তার অপরাজিত ৮৪ রানের সুবাদে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। বাকিরা বিদায় নিলে দলটি গুটিয়ে যায় ৪০৮ রানে। ভারতের হয়ে ৪ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। জোড়া উইকেট পান মোহাম্মদ সিরাজ।  

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানেই বিদায় নেন ভারতীয় অধিনায়ক রোহিত। আরেক ওপেনার জায়সাওয়ালের ব্যাট থেকে আসে কেবল ৫ রান। তিনে নামা গিল করেন ২৬ রান। বাকি সময়টা একাই লড়েন কোহলি। তার ৭৬ রান ছাড়া কেউ আর দুই অঙ্কও স্পর্শ করতে পারেনি। গুটিয়ে যায় ১৩১ রানে।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।