ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, চোটের কারণে নেই লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, চোটের কারণে নেই লিটন

আগের ম্যাচে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি নিউজিল্যান্ডের।

যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত।

প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছিলেন লিটন দাস। তবে সেই ম্যাচে ইনজুরিতেও পড়েছেন তিনি। যে কারণে আজ মাঠে নামা হচ্ছে না এই ব্যাটারের। তার বদলে খেলছেন শামিম হোসাইন। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও বেন সিয়ার্স।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।