ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার লড়াই করে হার পাকিস্তানের, সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এবার লড়াই করে হার পাকিস্তানের, সিরিজ অস্ট্রেলিয়ার

প্রথম ম্যাচেই একপ্রকার উড়েই গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অবশ্য লড়াই করল তারা।

কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত হারতে হলো তাদের। অন্যদিকে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া।

মেলবোর্ন টেস্টে ৭৯ রানে জয় তুলে নিয়েছে অজিরা। প্রথম ইনিংসে ৩১৮ রান করা অট্রেলিয়া পাকিস্তানের প্রথম ইনিংস ২৬৪ রানে থামিয়ে ৫৪ রানে লিড নিয়ে গতকাল দ্বিতীয় ইনিংস শুরু করে। পাকিস্তানি বোলারদের তোপে ১৮৭ রান তুলতে ৬ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে তারা।

আজ চতুর্থ দিনে বাকি ৪ উইকেটে ৭৫ রান তুলে ২৬২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। আর তাতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১৭ রানের। এই রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ১০০ রানের মধ্যে তিন অভিজ্ঞ ব্যাটার- আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক ও শান মাসুদের উইকেট হারায় তারা।  এর মধ্যে শান মাসুদ একাই করেন ৬০ রান।

এরপর বাবর আজম (৪১), আঘা সালমান (৫০), মোহাম্মদ রিজওয়ানরা (৩৫) জয়ের আশা দেখিয়েছিলেন, তবে তাদের থিতু হয়েও ইনিংস বড় করতে না পারার খেসারত দিতে হয়েছে পাকিস্তানকে। ২৩৭ রানে ৭ উইকেট হারানো দলটি এরপর আর কোনো রানই যোগ করতে পারেনি।  

পাকিস্তানের ব্যাটিং অর্ডার বিধ্বস্ত করেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। কামিন্স ৫টি ও স্টার্ক নেন ৪ উইকেট। বাকি উইকেট জশ হ্যাজলউডের।

দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়া কামিন্স নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা।

এই জয়ে তিন মাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।