ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব নামার পর মানুষ পাগল হয়ে গেছে: পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
সাকিব নামার পর মানুষ পাগল হয়ে গেছে: পাপন

‘পাপন ভাই’ স্লোগানে মুখরিত কিশোরগঞ্জের ভৈরবের আইভি ভবন। এর মধ্যেই নেমে এলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

এখন অবধি তিনবার এই এলাকা থেকে সংসদ সদস্য হয়েছেন তিনি। রাজনীতির মাঠটা তার ভালোই চেনা।  

ক্রিকেটের মাঠে অনেকদিনের পরিচিত মুখ সাকিব আল হাসান, পেয়েছেন তারকাখ্যাতিও। কিন্তু রাজনীতির মাঠে নতুন এসেছেন এই অলরাউন্ডার। সাকিবের জন্য পরামর্শ দিয়েছেন পাপন। তিনি বলছেন, সাকিবকে ভোট দেবেন রাজনীতির বাইরের লোকেরাও।

শুক্রবার কিশোরগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের তিনি বলেন, ‘কী বলার আছে। বলার তো কিছু নাই (সাকিবের নির্বাচন নিয়ে)। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে। আমার সঙ্গে ওর কথা হয়েছে, মাশরাফির সঙ্গেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে প্রায় সবাই ভোট দেবে এরকম অবস্থা। ’

‘সাকিবের তো একটা আলাদা প্লাস পয়েন্ট আছে আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে দলের ভোট, আরেকটা হচ্ছে নিউট্রাল ভোট। নিউট্রাল ভোটগুলো আমার ধারণা সাকিবের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। আর ওকে সামনাসামনি দেখতে পাওয়া...। আমার ধারণা যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না তারাও সাকিবকে ভোট দিতে যাবে। ’

রাজনীতির কারণে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার দ্রুত থামবে কি না এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘ওর সঙ্গে আমার তো কথা হয়েছে খেলবে। ২০২৫ পর্যন্ত খেলার কথা। আমার ধারণা ও খেলবে। ’

সাকিবের সঙ্গে নির্বাচন করছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তারা দুজনেই আবার বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন। কে ভালো করবেন? এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘বলা মুশকিল। এটা বলা কঠিন। এটা এত সহজ না। ’

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।