ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লম্বা সময়ের অধিনায়ক হতে শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে: হাথুরু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
লম্বা সময়ের অধিনায়ক হতে শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে: হাথুরু

সমালোচনার লম্বা পথ পাড়ি দিয়ে এসেছেন নাজমুল হোসেন শান্ত। এখন তার সুদিন।

ব্যাট নিয়মিতই হাসছে। সুযোগ পেয়ে দেখিয়েছেন নেতৃত্বের মুন্সিয়ানাও। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে।  

তার অনুপুস্থিতিতে অধিনায়কত্বের ভার সামলান শান্ত। তার অধীনে আসে দারুণ জয়ও। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে টেস্টে হারায়। পরে কিউইদের বিপক্ষে তাদের মাটিতে প্রথমবার জেতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। মাঠে শান্তর বোলিং পরিবর্তন, ফিল্ড প্লেসমেন্ট ছিল চোখে পড়ার মতো।  

যদিও এমন সাফল্যের পরও নিশ্চিত নয় তার অধিনায়কত্বের ভবিষ্যৎ। সাকিব আল হাসানই এখনও তিন ফরম্যাটের অধিনায়কত্বের ভাবনায় আছেন, এমন কথা বলা হয়েছে ক্রিকেট বোর্ড থেকে। তবে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, লম্বা সময় অধিনায়কত্ব করতে পারবেন; এমন যথেষ্ট প্রমাণ রেখেছেন শান্ত।
 
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পর হাথুরু বলেন, ‘আমার মনে হয় তারা বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে তাকে সিরিয়াসলি নেওয়ার। ’ 

‘এই তরুণ দলটার কোনো ভয় নেই। তারা মাঠে প্রতিদ্বন্দ্বীতা করতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে শান্তর নেতৃত্ব অসাধারণ ছিল। সে ট্যাকটিক্যালি স্পট অন ছিল। ক্রিকেটারদের সঙ্গে বার্তায় সে খুব পরিষ্কার ছিল। তাদের কাছে কী চায় স্পষ্ট করে বলেছে। ’

টি-টোয়েন্টি স্কোয়াডে নেই সিনিয়র ক্রিকেটারদের কেউ। ওয়ানডেতে ছিলেন কেবল মুশফিকুর রহিম। তাদের না থাকাই কিট ‘অ্যাটিচিউড’ বদলে দিয়েছে ক্রিকেটারদের? এমন প্রশ্নের জবাব জল্পনা বাড়াতে চাননি হাথুরু। তবে তিনি বলছেন, দলের ড্রেসিংরুমের পরিবেশ বেশ ভালো এখন।  

হাথুরু বলেন, ‘যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। সিনিয়রদের এখানে না থাকার সঙ্গে তাদের অ্যাটিচিউডের কোনো সম্পর্ক নাই। আমার মনে হয় তারা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে। ’

‘আমার মনে হয় ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে তারা যথেষ্ট ভালো প্লেয়ার প্রতিদ্বন্দ্বীতা করার জন্য। আমার মনে হয় এজন্য তাদের মনে কোনো ভয় ছিল না। ’

বাংলাদেশ সময় : ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।