ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

লজ্জার রেকর্ড গড়লেন দুই পাকিস্তানি ওপেনার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
লজ্জার রেকর্ড গড়লেন দুই পাকিস্তানি ওপেনার

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম এমন ঘটনার সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। লজ্জার এক রেকর্ড গড়েছেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের প্রথম ইনিংসে দুজনেই আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। যদিও এমন ঘটনা ক্রিকেটে নতুন নয় মোটেই। কিন্তু বছরের প্রথম টেস্টে দুই ওপেনারের শূন্য রানের বিদায়ের নজির আর নেই।

সিডনিতে আজ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ইনিংসের প্রথম দুই বলে কোনো রান না করেই অজি ফাস্ট বোলার মিচেল স্টার্কের শিকার হন শফিক। এরপর সাইমও দুই বলের মোকাবিলায় কোনো রান করার আগেই ফিরেছেন জশ হ্যাজেলউডের বলে।  

তবে অস্ট্রেলিয়ার মাটিতে এর আগেও পাকিস্তানের দুই ওপেনারের শূন্য রানে বিদায় নেওয়ার ঘটনা ঘটেছে। ১৯৮১ সালে পার্থ টেস্টে পাকিস্তানের দুই ওপেনার মুদাসসর নজর ও রিজওয়ান-উজ-জামান শূন্য রানেই ফিরেছিলেন ড্রেসিংরুমে।

তবে দুই ওপেনার ব্যর্থ হলেও আজ মোহাম্মদ রিজওয়ানের ৮৮ এবং লোয়ার অর্ডার ব্যাটার আমের জামালের ৮২ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩১৩ রান সংগ্রহ করে পাকিস্তান। বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স একাই নেন ৫ উইকেট। এ নিয়ে টেস্টে টানা তিনবার ৫ উইকেট পেলেন অজি অধিনায়ক। পরে জবাব দিতে নেমে দিনের শেষ ওভারে বিনা উইকেটে ৬ রান তুলে মাঠ ছাড়েন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।