ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের উইকেট হবে বিশ্বকাপের মতো, আছে বড় রানের আশা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
বিপিএলের উইকেট হবে বিশ্বকাপের মতো, আছে বড় রানের আশা

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর। একসময়ের ঝাঁকঝমকপূর্ণ টুর্নামেন্টের জৌলুশ এখন অনেকটাই কমে গেছে।

প্রতি বছরই নানা আলোচনা-সমালোচনা থাকে এই টুর্নামেন্টকে ঘিরে। এর মধ্যে অন্যতম রান না হওয়া।  

টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত রান হয় পৃথিবীজুড়ে। কিন্তু বাংলাদেশে দেখা যায় ভিন্ন দৃশ্য। এ বছর আছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। এই টুর্নামেন্টের মতো করেই এবারের বিপিএলের উইকেট বানানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।  

বুধবার বিসিবিতে বিভিন্ন ভেন্যুর ম্যানেজার ও কিউরেটরদের সঙ্গে বৈঠক করে বিপিএলের টেকনিক্যাল কমিটি। এরপর সাংবাদিকদের কাছে মাহবুব আনাম বড় রানের উইকেটের আশাবাদ ব্যক্ত করেন। আবহাওয়া অনুকূলে থাকলে এমন উইকেট সম্ভব বলেও দাবি করেন তিনি।

মাহবুব আনাম বলেন, ‘টি-টোয়েন্টি ব্যাটারদের খেলা। আমরা চাইবো যেন এখানে প্রচুর রান হয়। তবে অবশ্যই ব্যাটারদের দক্ষতাও থাকতে হবে, বোলারদের দক্ষতাও থাকবে হবে। আমরা আগামী বিশ্বকাপকে সামনে রেখে যে ধরনের উইকেট আইসিসি আন্তর্জাতিক ইভেন্টগুলোতে তৈরি করার চেষ্টা করে, আমরা সেরকম চেষ্টা করবো। ’

‘তবে আবহাওয়া একটা কন্ডিশন, এখন যেরকম কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে তাতে হয়তো শুরুতে আমরা কিছু সমস্যার মুখোমুখি হবো। আমাদের প্রচেষ্টা থাকবে ভালো উইকেট যেটা আগামী বিশ্বকাপ সঙ্গে সমতুল্য রেখে একটা উইকেটই বানানোর কথাই ওদের বলা হয়েছে। যেন আমাদের ব্যাটার যারা খেলবে তারা যেন বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি হিসেবে এটাকে ব্যবহার করতে পারে। ’

বিপিএলের উইকেট বানানোর জন্য বিদেশি কাউকে আনা হবে কি না এমন প্রশ্নও করা হয়েছিল মাহবুব আনামের কাছে। উত্তরে তিনি জানিয়েছেন, স্কিল আছে বাংলাদেশে কাজ করা কিউইরেটরদেরও। তাদের নেতৃত্ব দেবেন বিসিবির কিউরেটর পরামর্শক টনি হেমিং।

তিনি বলেন, ‘আমার মনে হয় সবার স্কিল আছে। বিসিবি এই মুহূর্তে আমাদের যেহেতু একজন শক্তিশালী পরামর্শক আছেন টনি হেমিং। ও যেভাবে আমাদের কিউরিটেরদের জ্ঞান দিচ্ছে এবং তার যে অভিজ্ঞতা, আমার মনে হয় বাইরে থেকে কাউকে আনার প্রয়োজনীয়তা হবে না। ’

‘গত বিপিএলেও আমরা ভালো উইকেট পেয়েছি। এবং বেশ রান হয়েছিল। আমি মনে করি যে এটা সম্পূর্ণভাবে সম্ভব। আমাদের যে দক্ষতা রয়েছে কিউরেটর দলের তাদের দিয়েই ভালো উইকেট দিতে পারবো বলে আশা করছি। ’

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।