ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সিডনিতে বৃষ্টি ও আলোকস্বল্পতার আগে পাকিস্তানের ২ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
সিডনিতে বৃষ্টি ও আলোকস্বল্পতার আগে পাকিস্তানের ২ উইকেট

দিনের বেশ কিছু সময় বাকি থাকতেই বন্ধ করে দেওয়া হয়েছে সিডনি টেস্টের খেলা। আকাশ মেঘলার কারণে ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হলেও লাইট মিটারে আম্পায়াররা পর্যাপ্ত আলোর দেখা পাননি।

যে কারণে বাকি দিনের খেলা আর হয়নি। এর আগে অবশ্য লড়াই ভালোই চালিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া।  

দ্বিতীয় দিন শেষে ৪৭ ওভারে ২ উইকেটে অস্ট্রেলিয়ার রান ১১৬। মার্নাস লাবুশেন অপরাজিত আছেন ২৩ রানে। স্টিভেন স্মিথের রান ৬। আগের দিন প্রথম ইনিংসে পাকিস্তান ৩১৩ রান করে গুটিয়ে যায়।  

৩৯ রানে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। বিদায়ী টেস্টে ব্যাট হাতে ভালো শুরু করেছেন ডেভিড ওয়ার্নার। উসমান খাজাও থিতু হয়ে সংগ্রহ বাড়াচ্ছিলেন। ৭০ রানের এই উদ্বোধনী জুটি ভাঙেন আঘা সালমান। ওয়ার্নার বিদায় নেন ৩৪ রানে। খাজা লম্বা সময় থিতু হয়ে থাকলেও ফিফটি স্পর্শ করার তিন রান আগেই হারান উইকেট। ১৪৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি।  

তৃতীয় উইকেটে লড়ে যাচ্ছিলেন লাবুশেন ও স্মিথ। তখনই শুরু হয় আলোকস্বল্পতা। শান মাসুদকে আম্পায়াররা প্রস্তাব দিয়েছিলেন দুই প্রান্তে স্পিন দিয়ে চালিয়ে নিতে। কিন্তু পাকিস্তান অধিনায়ক তাতে রাজি হননি। দুপুর আড়াইটার একটু আগে বন্ধ হয় খেলা। তিনটার পরপর নামে বৃষ্টি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।