ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পর্দা উঠলো বিপিএলের দশম আসরের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
পর্দা উঠলো বিপিএলের দশম আসরের

বাইরে মানুষের ভিড়। কেউ ব্যস্ত খেয়েদেয়ে মাঠের ভেতরে ঢোকার প্রস্তুতিতে।

কেউবা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় মাঠে ঢোকার। নানা আলোচনা-সমালোচনা পাশ কাটিয়ে শুরু হয়েছে বিপিএলের দশম আসর।  

প্রথম দিনে দর্শকদের সাড়া ছিল বেশ ভালো। নিজের পছন্দের জার্সি গায়ে, মুখে তাদের রঙ মেখে ও পতাকা হাতে মাঠে আসছেন তারা। দর্শকদের জন্য মাঠের মধ্যে রাখা হয়েছে ৩৬০ ডিগ্রি ভিডিও করার ব্যবস্থাও।  

দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর বেলুন উড়ানো হয়, স্মোক কালার বোম ফাটানো হয়। মিনিট দশেকের আয়োজনে শুরু হয় বিপিএল।  
 
টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্দান্ত ঢাকা। আগেরবার ব্যাপক আলোচনা-সমালোচনা হওয়া ডিআরএস এবার শুরু থেকেই থাকছে। সবগুলো দলেই আছেন দেশিয় কোচ। এছাড়াও ব্রডকাস্টিংয়ের মানও উন্নত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।