বাবা-ছেলে জুটির অনেক ইতিহাসই রয়েছে ক্রিকেটে। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে বিরল এক দৃশ্যেরই দেখা মিলল।
টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নামা লিয়াম হাসকেট হয়তো কল্পনাও করেননি এমন কিছুর! সেই খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন তার বাবা।
ম্যাচের চতুর্থ ওভারে মিড উইকেট দিয়ে হাসকেটকে ছক্কা মারেন ব্রিসবেন হিটের ব্যাটার ন্যাথান ম্যাকসুয়েনি। সেই বলটি গ্যালারিতেই আচড়ে পড়তে যাচ্ছিল। কিন্তু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলটি বাঁ হাত দিয়ে লুফে নেন হাসকেটেরই বাবা। ক্যাচ নিয়েও অবশ্য লাভ হলো না, দিনশেষে তার ছেলেকে ছক্কাই হজম করতে হয়েছে। তবে কাকতালীয়ভাবে, অবিশ্বাস্য এক মুহূর্তই জন্ম নিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটি দেখে একজন লিখেন, ‘এটাই ক্রিকেটকে এতোটা স্পেশাল করে তোলে। পরিবার ও ভক্তদের একত্রিত করে এমন মুহূর্তগুলো। ’ আরেকজন লিখেছেন, ‘একবার ভাবুন তো, ছক্কা হজম করলেন, আর দেখলেন গ্যালারিতে থাকা আপনার বাবাই বলটি ধরে ফেললেন। অবিশ্বাস্য ব্যাপার!’
বিশেষ মুহূর্তটি ছাড়াও অভিষেক ম্যাচে ৩ ওভারে ৪৩ রান খরচে ২ উইকেট নিয়েছেন হাসকেট। বাঁহাতি এই পেসারের দল অ্যাডিলেইড স্ট্রাইকার্সও পেয়েছে ৫৬ রানের বড় জয়। ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৫১ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে ব্রিসবেন হিট গুটিয়ে যায় ১৯৬ রানে।
২৩ বছর বয়সী হাসকেট এর আগে ছয়টি প্রথম শ্রেণি (২০ উইকেট) ও দুটি লিস্ট ‘এ’ (১ উইকেট) ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এএইচএস
No way!
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
Liam Haskett got hit for six by Nathan McSweeney. The guy in the crowd that caught the catch?
His DAD ? #BBL14 pic.twitter.com/qyVVGXNGxt