ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

১৩৪ করে ৪২ রানে জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
১৩৪ করে ৪২ রানে জিতল পাকিস্তান

টানা চার ম্যাচ হারের পর মুখে হাসি ফোটানোর জন্য সান্ত্বনার জয় পেল পাকিস্তান। ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে তারা।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ শেষ হলো ৪-১ ব্যবধানে।

ধবলধোলাই এড়ানোর জন্য টস জিতে আগে ব্যাটিং নেমে  ৮ উইকেটে ১৩৪ রান করে পাকিস্তান। শুরু থেকে শেষ পর্যন্ত তাদের রানের গতি একই ছিল বলা যায়। তবে মাঝখানে ১৬ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন ফখর জামান।  এছাড়া সর্বোচ্চ ৩৮ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। কিউইদের হয়ে দুটি করে উইকেট নেন টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ইশ সোধি।

টস জেতার পর পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছিলেন, এই বাজির ঘোড়া হতে পারেন স্পিনাররা। তার কথাকে ভুল প্রমাণ হতে দেননি ইফতিখার আহমেদ ও মোহাম্মদ নাওয়াজ। এতো কম রানের পুঁজি নিয়েও নিউজিল্যান্ডকে মাত্র ৯২ রানে অলআউট করে দিতে সক্ষম হন তারা। ২৪ রান খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইফতিখার। এছাড়া দুটি করে শিকার নাওয়াজ ও শাহিনের। কিউইদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস।

এদিকে ৫ ম্যাচে ২৭৫ রান করে ম্যাচসেরা হয়েছেন কিউই ওপেনার ফিন অ্যালেন।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।