ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জশুয়া-হজের ব্যাটে প্রতিরোধ দেখাল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
জশুয়া-হজের ব্যাটে প্রতিরোধ দেখাল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম সেশন না যেতেই হারাতে হয় পাঁচ উইকেট। কিন্তু এরপর জশুয়া দা সিলভা ও কাভেম হজের ব্যাটে প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় সেশনে কোনো উইকেটই হারায়নি তারা। দিনশেষে খুব একটা শক্ত অবস্থানে না পৌঁছালেও ইঙ্গিত দেয় লড়াইয়ের।

দিবা-রাত্রির ম্যাচের প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে কারিবিয়ানরা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তোপের মুখে পড়ে সফরকারী দল। ৬৩ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এর মধ্যে মিচেল স্টার্কের একার শিকার তিনটি। আলিক আথানেজকে তুলে নিয়ে টেস্টে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।  

এরপর এখান থেকে সিলভা ও হজের ১৪৯ রানের জুটি। অস্ট্রেলিয়ান বোলারদের হতাশা চুড়ান্ত রূপ নেওয়ার পর এই জুটি ভাঙেন নাথান লায়ন। সিলভাকে এই অফ স্পিনার ফেরান ৭৯ রানে। সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি হজও। স্টার্কের শিকার হয়ে তিনি ফিরেছেন ৭১ রানে।

অষ্টম উইকেটে আবার কেভিন সিনক্লেয়ার ও আলজারি জোসেফের প্রতিরোধ। দুজনের জুটি থেকে আসে ৪১ রান। জোসেফকে ৩২ রানে ফিরিয়ে জুটি ভাঙেন হ্যাজেলউড। তাঁর উইকেটের পর দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন দুই আম্পায়ার। আগামীকাল ১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করবেন সিনক্লেয়ার।

স্টার্কের চারটি ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড দুটি, কামিন্স ও লায়নের শিকার একটি করে উইকেট।

এদিকে এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।