ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ/

আরিফুলের সেঞ্চুরি, যুক্তরাষ্ট্রকে বড় লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
আরিফুলের সেঞ্চুরি, যুক্তরাষ্ট্রকে বড় লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে হারে বেশ বড় ধাক্কাই খেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে শুরু সেই ধাক্কা কাটিয়ে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারায় টাইগার যুবারা।

এবার গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে সুপার সিক্স পর্ব।  

এমন সমীকরণের ম্যাচে আজ ব্লুমফন্টেইনে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। এরপর ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯২ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় তারা। ব্যাট হাতে ঝড় তুলে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ অলরাউন্ডার আরিফুল ইসলাম। গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আহরার আমিনও।

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা অবশ্য স্বস্তির ছিল না। দলীয় ২৯ রানেই ওপেনার আদিল বিন সিদ্দিকের (১৩) উইকেট হারায় তারা। এরপর অবশ্য আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি লড়াই চালিয়ে চান চৌধুরী মো. রিজওয়ানকে নিয়ে। তাদের জুটি বড় হওয়ার আগেই অবশ্য বিদায় নেন শিবলি (২৭)।

শিবলির বিদায়ের পর রিজওয়ান ও আরিফুল মিলে ভালো জুটি গড়েন। সেই জুটিও ভাগে দলীয় ১০০-এর আগেই। ৪০ বলে ৩৫ রানের ইনিংস আসে রিজওয়ানের ব্যাট থেকে। তবে এরপর বিপদ হতে দেননি আরিফুল ও আহরান। দুজনের ১২২ রানের জুটিই বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। আহরার ফেরেন ৪৯ বলে ৪৪ রান করে। আর আরিফ খেলেন ১০৩ বলে ৯ চারে সাজানো ১০৩ রানের দারুণ এক ইনিংস খেলে। এছাড়া লোয়ার মিডল অর্ডারে নেমে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি খেলেন ১৭ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস।

বল হাতে যুক্তরাষ্ট্রের বোলার আর্য গার্গ ৩টি এবং আরিন নাদকার্দি নেন ২টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।