ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আসরে দুই ম্যাচের দুটিতেই হেরেছে সিলেট।

অপরদিকে হারে আসর শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে কুমিল্লা। জয়ের জন্য তাই আজ দুই দলই মরিয়া হয়ে থাকবে।  

নিজেদের একাদশে তিন পরিবর্তন এনেছে সিলেট। গত ম্যাচে দারুণ পারফর্ম করা দুশান হেমন্থের বদলে নেওয়া হয়েছে সামিত প্যাটেলকে। এছাড়া বেনি হাওয়েলের বদলে খেলবেন রায়ান বার্ল আর নাজমুল ইসলাম অপুর জায়গায় খেলবেন রেজাউর রহমান রাজা। অপরদিকে অপরিবর্তিত রয়েছ কুমিল্লার একাদশ।  

সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রায়ান বার্ল, জাকির হাসান, সামিত প্যাটেল, ইয়াসির আলী, মাশরাফি বিত মর্তুজা (অধিনায়ক), বেন কাটিং, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রিচার্ড এনগারাবা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মোহাম্মদ রিজওয়ান, তানভীর ইসলাম, রস্টন চেজ, মোস্তাফিজুর রহমান, ম্যাথু ফর্দ, খুশদিল শাহ ও আলিস ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।