ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রাহুল-জাদেজার ব্যাটে স্বস্তিতে ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
রাহুল-জাদেজার ব্যাটে স্বস্তিতে ভারত

ইংল্যান্ডের 'বাজবল' ক্রিকেটের দারুণ জবাব দিচ্ছে ভারত। দ্বিতীয় দিনেই ইংলিশদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার ইঙ্গিত রোহিতবাহিনীর ব্যাটে।

বিশেষ করে রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল যেভাবে ব্যাটিং করেছেন, তাতে সফরকারীদের বোলিং দৈন্যতাই প্রকাশ পেয়েছে।

হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৪৬ রান তুলতেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। প্রথম দিনেই তাদের অল্প রানে গুঁটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিল ভারত। হয়েছেও তাই। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে তারা তুলে ফেলেছে ৪২১ রান, লিড ১৭৫ রানের।

তবে ভারতের বড় সংগ্রহের পেছনে ভাগ্যেরও স্পর্শ রয়েছে। দিনের প্রথম ওভারেই বেন ফোকসের বদান্যতায় 'জীবন' পান লোকেশ রাহুল। পরে ৮৬ রান করেন তিনি। আর জাদেজা দুইবার 'আউট' হলেও রিভিও নিয়ে বেঁচে যান। পরে এই বাঁহাতি অলরাউন্ডার খেলেন অপরাজিত ৮১ রানের ঝলমলে এক ইনিংস।

ভারতীয় পিচের কথা ভেবে দলে তিন স্পিনার নিয়ে খেলার ফল ভালো হয়নি ইংল্যান্ডের জন্য। দলের বোলিংয়ে অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়ে পড়ে ভারতীয় ব্যাটারদের হাতে তুলোধুনা হওয়ার পরে। অভিষেক টেস্ট খেলতে নামা হার্টলে, ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা ১৯ বছর বয়সী রেহান আহমেদ এবং জ্যাক লিচের লাইন হারিয়ে ফেলা- সবমিলিয়ে বোলিংয়ে বেশ ভুগতে হয়েছে ইংল্যান্ডকে। অথচ স্কোয়াডে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক জেমস অ্যান্ডারসন আছেন। কিন্তু তাকে মাঠে দেখা গেছে সাব-ফিল্ডার হিসেবে।

ইংল্যান্ডের বোলিং ও ফিল্ডিং ব্যর্থতাকে ভালোভাবেই কাজে লাগিয়েছে ভারত। দিনের প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারেনি তারা। আগের দিন যাকে বোলিংয়ে আনা হয়নি সেই জো রুট শেষে দলের দুঃসময়ে ব্রেক থ্রু এনে দেন। তবে এই পার্ট-টাইম স্পিনারের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে অবশ্য ৭৪ বলে ৮০ রান করেন যশস্বী জসওয়াল।  

আর আগেরদিন ৯ ওভারে ৬৩ রান খরচ করে ফেলা হার্টলে তুলে নেন শুবমান গিলের উইকেট। কিছুদিন আগেই ভারতের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া এই ব্যাটার ২৩ রান করেন। এরপর শ্রেয়াস আইয়ার ৩৫ রানের ইনিংস খেলে রেহানের শিকার হন। ২২৩ রানে ৪ উইকেট হারানোর পর ভারত কার্যত নিয়ন্ত্রণ পায় রাহুল ও জাদেজার ব্যাটে।  

রাহুলের ব্যাট থেকে আসে ১২৩ বলে ৮৬ রানের ইনিংস। আর ১৫৫ বলে ৮১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জাদেজা। এছাড়া শ্রিকর ভারত খেলে ৮১ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। মাঝে রবিচন্দ্রন অশ্বিন (১) ব্যর্থ হলেও দিন শেষে জাদেজার সঙ্গে ছিলেন অক্ষর প্যাটেল। এই বাঁহাতি অলরাউন্ডার ৩৫ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।