ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ এখন ক্যাম্ফারের কাছে ‘দ্বিতীয় বাড়ি’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
বাংলাদেশ এখন ক্যাম্ফারের কাছে ‘দ্বিতীয় বাড়ি’

সিলেট থেকে:  কথাটা বলে একটা হাসি দিলেন কার্টিস ক্যাম্ফার। তিনি কথা বলেন বেশ দ্রুত।

ইংরেজিতে পটু না হলে বোঝা বেশ মুশকিল। তবে তার ওই কথাটা নিশ্চিতভাবেই বুঝলেন সবাই। সবার মুখেও একটা হাসি। আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারের কাছে এখন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি।  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবার বিপিএল খেলতে এসেছেন তিনি, এসেছিলেন গতবারও। এর মধ্যে আয়ারল্যান্ডের হয়ে তিন ফরম্যাটের সিরিজ খেলতে ছিলেন প্রায় মাস দেড়েক। শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলেছেন তিনি।  

ব্যাট হাতে ৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ রান করেছেন ক্যাম্ফার। পরে বল হাতে নিয়েছেন চার উইকেট। ফিল্ডিংয়েও দুর্দান্ত তিনটি ক্যাচ নিয়েছিলেন। সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই তাই, এমন কিছু কি আছে যা আপনি পারেন না? উত্তরে হাসি দিয়ে ক্যাম্পার বলেছেন, ‘নাহ, তেমন কিছু না। এটা শুধু এমন একদিন, যেদিন সবকিছুই কাজে লেগেছে। ’

লম্বা সময় ধরে বাংলাদেশে থাকা কি ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতেও সাহায্য করছে কার্টিস ক্যাম্ফারকে? তিনি বলছেন, তেমন কিছুই। অনেকদিন ধরে খেলায় উইকেটের আচরণ বুঝতে পারছেন এখন। সেটি সাহায্য করছে ম্যাচেও।

এ নিয়ে ক্যাম্ফার বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে গত গ্রীষ্মে আমরা এখানে ছিলাম, লম্বা সফর ছিল। গত বছরের বিপিএলেও খেলেছিলাম আমি। ওই অভিজ্ঞতাগুলো বুঝতে শিখিয়েছে উইকেট কীভাবে আচরণ করে, ঢাকা থেকে এখানে আসা; খুব ভালো উইকেট এখানে। ভালো বাউন্স আছে এখানে। ’

‘আরও বেশি অভিজ্ঞতা ও শেখার জায়গা এটা। কিছু ছেলে এখন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে, আমার মনে হয় দল হিসেবে আমরা উপরে উঠছি। আর সুন্দরভাবে এগোচ্ছি। দেশের বাইরে এসে শেখা ও চ্যালেঞ্জ নেওয়া ভিন্ন পরিবেশে বেড়ে উঠা ভালো ব্যাপার। ’

‘এটা খুব ভালো যে পরিমাণ ম্যাচ খেলেছি। আমার মনে হয় আমি ২৫-২৬টা ম্যাচ খেলেছি বাংলাদেশে। এটা খুব ভালো ব্যাপার এটা এমন একটা দেশ যেটাকে আমার নিজের মনে হয়। আমার নিজেকে এখানে বড় হতে দেখা, আমার কমফোর্ট জোনের বাইরে বেরোনো, বাংলাদেশে নানান জায়গা যাওয়া এটা সুন্দর ব্যাপার। এটা এমন একটা দেশ যেটাকে আমার দ্বিতীয় বাড়ি বলতেই পারি; কারণ এখানকার মতো এত সময় আর কোথাও কাটাইনি। এখানকার সংস্কৃতি, ক্রিকেটের প্রতি ভালোবাসা, আমার খেলাকে আরও ভালো করাও সুন্দর একটা চ্যালেঞ্জ। ’

বাংলাদেশের সংস্কৃতি কেমন? ক্যাম্ফারের উত্তর, ‘খুব ভালো। আয়ারল্যান্ড থেকে এখানে সত্যিই আলাদা সবকিছু। ‍বাংলাদেশে ক্রিকেটই আসল খেলা, যদি আপনি রাস্তায় হাঁটেন, আর মানুষজন বুঝতে পারবে যে আপনি যাচ্ছেন; অনেক সমর্থক হাজির হয়ে যাবে। তারা তাদের পছন্দের দলকে সমর্থন দিতে ভালোবাসে। এজন্য আপনার জিততে হবে ও তাদের খুশি রাখতে হবে। ’

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার ইচ্ছের কথা জানিয়ে ক্যাম্ফার বলেন, ‘তারা এখন কিছুটা দূরে থাকে। কিন্তু এটা খুব ভালো ব্যাপার হবে যদি তাদের কাছে যেতে পারি। আর তাদেরও কিছু সমর্থন দিতে পারি। ’

বাংলাদেশ সময় : ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।