ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

৯৮’ব্যাচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট উদ্বোধন করলেন জাভেদ ওমর 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
৯৮’ব্যাচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট উদ্বোধন করলেন জাভেদ ওমর 

জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম উদ্বোধন করলেন এসএসসি ১৯৯৮- এইচএসসি ২০০০ ব্যাচ ফাউন্ডেশন ডে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সন্ধ্যায় বনানী ক্লাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ৪০ টেস্ট ও ৫৯ ওয়ানডে খেলা এই ওপেনিং ব্যাটসম্যান।


 
প্রতি বছরের মতো এবারও মাঠে গড়াতে যাচ্ছে ৯৮-০০ ফ্রেন্ডস গ্রুপ কর্তৃক আয়োজিত ফাউন্ডেশন ডে ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। এটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরু হবে ২ ফেব্রুয়ারি। ফাইনাল ৯ ফেব্রুয়ারি। রাজধানীর বঙ্গবন্ধু আউটার স্টেডিয়াম, বুয়েট মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উত্তরা ১৫ নং সেক্টর ক্রিকেট মাঠে হবে খেলা।

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে সারা বাংলাদেশ থেকে ১৬টি দল। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে হবে খেলা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। প্রতিটি ম্যাচ হবে ১২ ওভারের।  

টুর্নামেন্টের টাইটেল স্পনসর আর্টিসান। পাওয়ার্ড বাই ক্রেস্ট প্রোজেক্টস এন্ড প্রোফেশনালস। সহযোগী পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হচ্ছে চিটাগং পাওয়ার, সিউ টেক পাওয়ার, অনুপ্রাণ, রনি এন্টারপ্রাইজ, সরকার এন্টারপ্রাইজ, শিশির বিন্দু শামিম, ফারাবী হাসপাতাল, সাত রঙ, আব্দুল্লাহ অটো, মেমোরিয়াল উইমেন্স হোস্টেল, কাজী এন্ড কাজী টি।

আবারও এমন একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত ৯৮-০০ এর অন্যতম সংগঠক মোহাম্মদ মুশফিকুল ইসলাম, ‘আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে সব বন্ধুদের এক জায়গায় জড়ো করতে চাই। যেন এটা হয়ে ওঠে আমাদের বন্ধুদের এক রকমের মিলনমেলা। ’

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে জাভেদ ওমর বলেন, ‘নিজে একজন ক্রিকেটার ছিলাম, তাই যে কোনও ক্রিকেট টুর্নামেন্টের অংশ হতে পেরে ভালো লাগে। এমন প্রতিযোগিতা বন্ধুদের মধ্যে হৃদ্যতা ও বন্ধন আরও বাড়িয়ে দেয়। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।