ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ইতিহাস

অবশেষে জয় ধরা দিল দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ১৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছে তারা।

কিন্তু প্রথমবার জয়ের দেখা পেল নবম টি-টোয়েন্টি ম্যাচে এসে।  

ক্যানবেরায় সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪২ রান করে অস্ট্রেলিয়া। কেউই সেভাবে বড় ইনিংস খেলতে পারেননি। তবে শেষ দিকে গ্রেস হারিসের ১৮ বলে ৩১* রানের ক্যামিও ইনিংসে লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মাসাবাতা ক্লাস।

রান তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন অধিনায়ক লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস। ওপেনিং জুটিতে ৭৫ রান তোলেন তারা। ২৮ বলে ৮ চারে ৪১ রানে তালিয়া ম্যাকগ্রার বলে বিদায় নেন ব্রিটস। এরপর অবশ্য আরও তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে ৬ বল হাতে থাকতেই নিশ্চিত করে জয়। ৫৩ বলে ৬ চারে ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন ভলভার্ট।

এদিকে, সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি হোবার্টে। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।