ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা চতুর্থ হার এড়াতে সিলেটের পুঁজি ১৩৭

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
টানা চতুর্থ হার এড়াতে সিলেটের পুঁজি ১৩৭

টানা তিন হারে খাদের কিনারায় দাঁড়িয়ে সিলেট স্ট্রাইকার্স। এমনকি ঘরের মাঠেও প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি।

এবার চতুর্থ হার এড়াতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রানের পুঁজি দাঁড় করিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুনকে শিকার বিলাল খান। শান্ত ৫ রানে এলবিডব্লিউ হলেও ১ রান করে বিলালের বলে বোল্ড হন মিঠুন।

শুরুতেই এমন ধাক্কা খেয়ে সিলেটের রানের গতি আর সেভাবে বাড়েনি। তৃতীয় উইকেটে জাকির হাসান ও হ্যারি টেক্টর ৫৭ রানের জুটি গড়েন বটে। তবে এর পেছনে ৪৯ বল খরচ করেন তারা। তাই মোমেন্টাম চট্টগ্রামের নাগালের বাইরে যায়নি। এই জুটি ভেঙে তাদের ব্রেকথ্রু এনে দেন নিহাদুজ্জামান। ২৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রান করা জাকিরকে ফেরান তিনি।

এরপর রায়ান বার্লকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন টেক্টর। সেখানেও ছিল স্থবিরতা। টেক্টরকে নিজের তৃতীয় শিকারে পরিণত করে জুটি ভাঙেন বিলাল। ৪২  বলে ২ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন টেক্টর। শেষ দিকেও সিলেটের রানের গতি বাড়েনি। রায়ান বার্ল ২৯ বলে ৩৪ এবং আরিফুল হক ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।