ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘জনগণের’ সামনে আসবে বিশ্বকাপ তদন্ত, কথা হয়েছে সাকিব-তামিমের সঙ্গে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
‘জনগণের’ সামনে আসবে বিশ্বকাপ তদন্ত, কথা হয়েছে সাকিব-তামিমের সঙ্গে

রংপুর রাইডার্সের অনুশীলনে তখনও তুমুল ব্যস্ততা। কিন্তু তাতে নেই সাকিব আল হাসান।

আগের দিন অনুশীলনে ভীষণ সিরিয়াস সাকিব কোথায়? জাতীয় দলের অধিনায়ক তখন বৈঠকে বসেছেন গত ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে তৈরি হওয়া তদন্ত কমিটির সঙ্গে।  

অনেকদিন ধরেই বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে সংশ্লিষ্ট বিভিন্নজনের সঙ্গে বৈঠক করছে তিন সদস্যের কমিটি। সোমবার এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন কমিটি সিলেটে আসে। বিপিএল ব্যস্ততার মধ্যেই তারা কথা বলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে।

পরে তদন্ত কমিটির কাজ কোন ধাপে আছে এ নিয়ে এনায়েত হোসেন সিরাজ সাংবাদিকদের বলেন, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড, আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই ক্রিকেট বোর্ডকে জমা দেবো। যেহেতু আমরা পেয়েছি ওদের দুজনকেই, সেজন্য সকালে এসে ওদের সঙ্গে কথা বলে এখন চলে যাচ্ছি। ’ 

বিশ্বকাপের ঠিক আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর তার স্কোয়াডেই জায়গা হয়নি। এর মধ্যে প্রকাশ্যে আসে সাকিবের সঙ্গে তার দ্বন্দ্ব। এ দুজনের মধ্যে বিরোধকে অবশ্য ‘দ্বন্দ্ব’ বলতে পারি নন তদন্ত কমিটির প্রধান।  

এ নিয়ে সিরাজ বলেন, ‘আপনি যেটা দ্বন্দ্ব বলছেন, আমি এটাকে ঠিক ওভাবে বিবেচনায় আনছি না। পরিস্থিতিতিতে অনেক কিছু হয়। সবকিছুই পৃথিবীতে সমাধানযোগ্য। ’

‘এগুলো তো মিডিয়াতে বলার মতো ব্যাখ্যা না (বিশ্বকাপ ব্যর্থতা)। আমার মনে হয় না আমি বলতে পারবো। কারণ এটা খুবই কনফিডেনশিয়াল। যখন সময় আসবে তখন দেখতে পারবেন আপনারা, জনগণও দেখতে পাবে। ’

এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন কমিটিতে আছেন আকরাম খান ও মাহবুব আনাম। এ দুজনও ছিলেন বৈঠকে। সিলেটে সাকিব ও তামিমের সঙ্গে আলাদা করে আলোচনা করেছেন। তদন্ত কমিটি বোর্ডে প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন সিরাজ।

তিনি বলেন, ‘আমাদের পুরো পর্যালোচনা করতে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড থেকে। হয়তো বিশ্বকাপে আশানুরুপ ফল করতে পারিনি। এটা কী কারণে আমরা পারিনি এবং কী সমস্যা ছিল এগুলোই আমরা ফাইন্ডিংসে এনেছি। ভবিষ্যতে যেন এ সমস্যায় পড়তে না পারি। ’ 

‘আমি মনে করি আলোচনা গতিশীল হয়েছে (সাকিব ও তামিমের সঙ্গে)। আসলে ওভারঅল একটা পরিস্থিতি এখানে আছে। শুধু সাকিব-তামিম তা না। বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে আমরা কীভাবে পরিচালনা করতে পারি ওদের কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছি। তারাও দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।