ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অধিনায়কত্ব কোনো ইস্যু নয়’, বলছেন সিলেটের জাকির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
‘অধিনায়কত্ব কোনো ইস্যু নয়’, বলছেন সিলেটের জাকির

সিলেট থেকে: ‘সিলেট কি আর ম্যাচ জিততে পারবে না ভাই?’ বেশ আফসোসের সুরেই বলছিলেন স্থানীয় এক দর্শক। কিছুতেই যেন কিছু হচ্ছে না সিলেট স্ট্রাইকার্সের।

মাঠ বদলে গেছে, ঘরের মাঠের সমর্থনে ভরপুর মাঠও পেয়েছিলেন তারা। কিন্তু তাতেও ভাগ্য বদলায়নি।  

গত আসরে বিপিএল খেলতে এসে চমকে দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। উঠেছিল ফাইনালে, ঘরের মাঠেও করেছিল দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু এবার এখনও অবধি চার ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি তারা।  

এর পেছনে অনেকে কারণ হিসেবে বলছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পারফরম্যান্স ও তার সরব উপস্থিতি না থাকাকে। তার টুর্নামেন্টে খেলা নিয়েও হচ্ছে নানা সমালোচনা। চার ম্যাচের একটিতে বলই করেননি। সোমবার  সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে এক ওভারে দেন ১৪ রান।

অধিনায়কের ভূমিকা জোরালো না থাকাতেই কি হারছে সিলেট? এমন প্রশ্নটির উত্তরে দলটির ব্যাটার জাকির হাসান বলেছেন, ‘না ওটা না, উনি তো গত ম্যাচেও পারফরম করেছিল। আসলে ইস্যু ওটা না, আমরা সবাই ভালো খেলছি না, সবাই সবার থেকে পারফরম করতে পারছি না বলে এরকম হচ্ছে। ’ 

সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিংও ভোগাচ্ছে বেশ। প্রথম ম্যাচের পর কোনোটিতেই দেড়শ ছাড়িয়ে যায়নি তাদের রান। একটি ম্যাচে অলআউট হয় ৭৮ রানে। সোমবার চট্টগ্রামের বিপক্ষেও ১৩৭ রানের বেশি করতে পারেনি তারা। দ্রুত উইকেট হারানোয় পিছিয়ে যাচ্ছেন বলে মনে করেন জাকিরও।

তিনি বলেন, ‘কিছুটা বলতে পারেন। ব্যাটিংয়ে আমরা ভালো স্কোর দিতে পারিনি। শেষ ম্যাচে বোলাররা ভালো বল করেছিল কিন্তু আমরা ওটা তাড়াও করতে পারিনি। তো হয়তো দ্রুত উইকেট যাওয়ার কারণে আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। তবে এখনও ফিরতে পারি, অপশন আছে। সামনের ম্যাচ থেকে কামব্যাক করতে পারব। ’

‘কিছুটা বলতে পারেন। এরকম যখন হারতে থাকেন তখন সেরা একাদশ ঠিক করা কঠিন। তবুও আমরা চেষ্টা করছি সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার। দেখি সামনের ম্যাচে কী হয়। ’

গত আসরে সিলেটে বেশ ভালো সমর্থন পেয়েছিল স্ট্রাইকার্স। এবারও শুরুর দুই ম্যাচে তাদের ঘিরে দর্শকদের আগ্রহ ছিল বেশ। কিন্তু ধীরে ধীরে সেটি কমছে। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে প্রায় অর্ধেক গ্যালারিই ছিল ফাঁকা।  

এ নিয়ে জাকির বলেন, ‘আসলে হার তো সবসময়ই কষ্টের, হার কখনই সুখের না। সিলেটে আমাদের হোম, গতবার ভালো করেছিলাম এখানে। কিন্তু এবার পারছি না। চেষ্টা করছি লড়াইয়ে ফিরতে। ’

‘গতবার পারফরম করেছি দেখেই দর্শকরা এসেছে। এখানে প্রথম ম্যাচে এসেছিল। এবার ডে ম্যাচ বলে হয়তো কম এসেছে। আমরা পারফরম করলে আবার দর্শকরা আসবে। ’

বাংলাদেশ সময় : ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।