ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বোলারদের দাপটে ১৩১ রানের লক্ষ্য পেল খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, জানুয়ারি ২৯, ২০২৪
বোলারদের দাপটে ১৩১ রানের লক্ষ্য পেল খুলনা

শুরুতে ঝড় তুলে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন নাঈম শেখ। কিন্তু বাঁহাতি এই ওপেনার সাজঘরে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দুর্দান্ত ঢাকা।

খুলনা টাইগার্সের দারুণ বোলিংয়ের সামনে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানের বেশি করতে পারেনি তারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। সায়েম আইয়ুবকে সঙ্গে নিয়ে ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন নাঈম। নবম ওভারে ১৭ রান খরচ করলেও শেষ বলে নাঈমকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন আফিফ হোসেন। ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪১ রান করেন নাঈম।

এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। ৫৫ রানের মধ্যেই বাকি ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। সায়েমের ৩৫ রানের পর তৃতীয় সর্বোচ্চ ২১ রান আসে অ্যালেক্স রসের ব্যাট থেকে। আরাফাত সানির ১০ রান ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।  

খুলনার হয়ে মাত্র ১৫ রান খরচে সর্বোচ্চ তিন উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। এছাড়া দুটি করে শিকার মোহাম্মদ ওয়াসিম এবং মুকিদুল ইসলাম মুগ্ধর।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।