ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একটা টুর্নামেন্ট দিয়ে মাশরাফিদের বিচার করতে পারবেন না: মিঠুন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
একটা টুর্নামেন্ট দিয়ে মাশরাফিদের বিচার করতে পারবেন না: মিঠুন

‘সবার ক্যারিয়ারেই একটা স্বস্তি থাকে। আপনার কি টিমম্যান হওয়াই প্রাপ্তি?’ প্রশ্নটা শুনে মুখে হাসি আনলেন মোহাম্মদ মিঠুন।

এরপর তিনি বললেন, ‘আপনার প্রশ্নেই তো উত্তর আছে। ’ ক্যারিয়ারে নানা উত্থান-পতন দেখেছেন তিনি। তবে দলের প্রয়োজনে এগিয়ে এসেছেন সবসময়।  

এবারের বিপিএলের শুরু থেকেই সিলেট স্ট্রাইকার্সের সহ-অধিনায়ক ছিলেন। রাজনৈতিক ব্যস্ততায় মাশরাফি বিন মুর্তজা বিপিএল ছাড়ার পর পেয়েছেন অধিনায়কত্ব। এরপর দুর্দান্ত ঢাকার বিপক্ষে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে নেমে দলকে জয় এনে দিয়েছেন।  

ষষ্ঠ ম্যাচে এসে টুর্নামেন্টের প্রথম জয় পায় সিলেট। এ ম্যাচে ১৩ রানে ৩ উইকেট হারানোর পর ৪৬ বলে ৫৯ রানের ‍দারুণ ইনিংস খেলেন মিঠুন। এতদিন মাশরাফি পারফর্ম না করায় অনেক কথা হচ্ছিল। এবার অধিনায়ক পারফর্ম করলেন সামনে থেকে। প্রসঙ্গটি এলো সংবাদ সম্মেলনেও।

মিঠুন এরপর বলেন, ‘নাহ, মাশরাফি ভাই এখনও আমাদের অধিনায়ক। উনার অনুপুস্থিতিতে আমি এই দায়িত্বটা পালন করছি। আমাদের দল থেকে শুরু করে, আমরা কীভাবে চলবো, উনি সবসময় আমাদের দলের সঙ্গে জড়িত আছে। আজকে সকালেও উনার সঙ্গে কথা হয়েছে। ’

‘আপনারা সবাই জানেন উনার ব্যস্ততার জন্য আর অংশ নিতে পারছে না। দেখেন এরকম আমাদের বাংলাদেশে অনেক খেলোয়াড়ই আছে, যাদের বাংলাদেশ ক্রিকেটে যা অবদান; এটা শুধুমাত্র একটা ম্যাচ বা টুর্নামেন্ট দিয়ে বিচার করতে পারবেন না। উনাদের অবদান অনেক বাংলাদেশের ক্রিকেটের জন্য। আমাদের সবারই উচিত যারা বাংলাদেশ ক্রিকেটের হয়ে অবদান রেখেছে তাদের প্রতি সম্মান রাখা। ’

একটা সময় বেশ বিপর্যস্ত অবস্থাই ছিল সিলেটের। ৫ ম্যাচে জয় পায়নি তারা। ওই জায়গায় থেকে দলের নেতৃত্ব পেয়ে জয় এনে দিলেন মিঠুন। দুর্দান্ত ঢাকার বিপক্ষে তারা জিতেছে ১৫ রানে। এই জয়টা দলের জন্য কতটা জরুরি ছিল?

মিঠুন বলেন, ‘দেখেন এটা হচ্ছে আমারও যেমন চাওয়া ছিল জেতা, মাশরাফি ভাইয়েরও কিন্তু একই চাওয়া ছিল। উনি উনার দিক থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত ফলটা আমাদের পক্ষে আসেনি। আমরা যদি প্রথম ম্যাচ থেকে জেতা শুরু করতাম, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। ’

‘আমরা গ্যারান্টি দিয়ে কখনও জিততে পারবো না। কিন্তু আমরা প্রসেসটা ঠিক রাখতে পারবো। দলের মধ্যে যে বোঝাপড়া বা পরিবেশ এটা ঠিক রাখতে পারবো। সেটাই চেষ্টা করছি। ফল এটা অটোমেটিক, ভাগ্যেরও অনেক বিষয় আছে। সবকিছু মিলিয়ে আসলে ফল গ্যারান্টি দিয়ে দেওয়া খুব কঠিন। আমরা চেষ্টা করবো প্রসেসটা ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার। ’

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।