ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ছন্দে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারালো কুমিল্লা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
ছন্দে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারালো কুমিল্লা

একের পর এক ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের হঠাৎ হলো ছন্দপতন।

ব্যাটিংয়ে রীতিমতো নামলো ধ্বস। দলটি অলআউট হলো অল্প রানে। এরপর উইকেট হারালেও সহজ জয়ই পেয়েছে কুমিল্লা।  

শুক্রবার সিলেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাট করতে নেমে স্রেফ ৭২ রানে অলআউট হয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ৯.২ ওভারেই জয় পেয়ে যায় কুমিল্লা। টানা চার ম্যাচ জেতার পর ষষ্ঠ ম্যাচে এটি দ্বিতীয় হার চট্টগ্রামের। পঞ্চম ম্যাচে তৃতীয় জয় পেয়েছে কুমিল্লা 

এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম। দ্বিতীয় বলেই সাজঘরে ফেরত যান তানজিদ হাসান। এরপর ২০ রানের জুটি গড়েন আভিস্কা ফার্নান্দো ও টম ব্রুস। সেটিই পরে হয়ে থেকেছে ইনিংসের সর্বোচ্চ রানের জুটি। ৫ বলে ৯ রান করে আউট হয়ে যান আভিস্কা।  

এরপর থেকেই ছন্দপতনের শুরু চট্টগ্রামের। দলের হয়ে সর্বোচ্চ ২০ বলে ২৭ রান করেন ব্রুস। এর বাইরে কেবল একজনই দুই অঙ্কের ঘরে নিতে পারেন নিজের রান। ১৬ বলে ১১ রান করে আউট হয়ে যান নাজিবউল্লাহ জাদরান। ৪ ওভারে এক মেডেনসহ স্রেফ ১৩ রান দিয়ে চার উইকেট নেন তানভীর ইসলাম। ১৪ রানে দুই উইকেট পান আলিস আল ইসলামও।

রান তাড়ায় নেমে চতুর্থ ওভারের দ্বিতীয় বলে আউট হন লিটন কুমার দাস। ৯ বলে ২ রান করে বিলাল খানের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দেন তিনি। ৫ বলে ৫ রান করে আউট হন মাহিদুল ইসলাম অঙ্কনও। ২৫ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ২০ বলে ৪১ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয়।  

১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়ে যান তাওহীদ হৃদয়। তবে তাতে জিততে কোনো সমস্যা হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।