ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজে ঢাকায় কোনো ম্যাচ নেই

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
শ্রীলঙ্কা সিরিজে ঢাকায় কোনো ম্যাচ নেই

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ মানেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। এই ভেন্যুতে সিরিজের কোনো না কোনো ম্যাচ অলিখিত নিয়মই হয়ে পড়েছিল।

তবে শ্রীলঙ্কা সিরিজে তেমন কিছু হচ্ছে না। ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রাম ও সিলেটে।

আগামী মার্চ ও এপ্রিলে তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ২০০৬ সালে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু হয় শেরে বাংলার। এরপর থেকে প্রথমবারের মতো এবার কোনো ম্যাচ হচ্ছে না মিরপুরে।

আগামী পহেলা মার্চ বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেদিনই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল।
লঙ্কানদের বিপক্ষে শুরুতে হবে টি-টোয়েন্টি। ৪, ৬ ও ৯ মার্চের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ, শেষটি হবে দুপুর ৩টায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে ম্যাচগুলো। প্রথম দুই ম্যাচ দিবারাত্রি, দুপুর আড়াইটায় শুরু হবে। শেষটি শুরু সকাল ১০টায়।

প্রথম টেস্ট ম্যাচ হবে ২২ মার্চ থেকে সিলেটে। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ৩০ মার্চ থেকে। সকাল দশটায় শুরু হবে এই ম্যাচগুলো।

বাংলাদেশ সময় : ২১৪৯ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।