ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তানকে পাত্তা না দিয়ে শ্রীলঙ্কার সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
আফগানিস্তানকে পাত্তা না দিয়ে শ্রীলঙ্কার সহজ জয়

সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান ও ফিফটি হাকানো রহমত শাহ আগের দিন টেনেছেন আফগানিস্তান। তারা বিদায় নেওয়ার পর উইকেটের মিছিল শুরু হয়।

শেষ ৭ উইকেট তারা হারায় মাত্র ৫০ রানে। অল্প রানের লক্ষ্য পেয়ে অনায়াসে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।  

কলম্বোতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শ্রীলঙ্কা জয় পায় ১০ উইকেটে। প্রথম ইনিংসে ১৯৮ রান করা আফগানরা দ্বিতীয় ইনিংসে লড়ে গেলেও ২৯৬ রানের বেশি করতে পারেনি। অপরদিকে প্রথম ইনিংসে ৪৩৯ করা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য লক্ষ্য পায় মাত্র ৫৬ রান। কোনো উইকেট না হারিয়ে তারা তুলে নেয় সহজ জয়।

এদিন ১ উইকেটে ১৯৯ রান নিয়ে খেলতে নামে আফগানিস্তান। সপ্তম ওভারেই তারা হারায় ফিফটি করা রহমতকে। ৫৪ রান করে তিনি বিদায় নেওয়ার কিছুক্ষণ পরই উইকেট হারান সেঞ্চুর হাঁকানো ইব্রাহিম। ১২ চারে তিনি খেলেন ১১৪ রানের ইনিংস। পরবর্তীতে ব্যাট হাতে আর কেউই খেলতে পারেননি ভালো কোনো ইনিংস।  

লঙ্কানদের হয়ে দারুন বোলিং করেন প্রবাথ জয়াসুরিয়া। ৫ উইকেট শিকার করেন তিনি। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে তিনি জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৩ উইকেট শিকার করেন আসিথা। দুটি উইকেট শিকার করেন কাসুন রাজিথা।

অল্প রান তাড়ায় খেলতে নেমে আগ্রাসী শুরু করেন লঙ্কান দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকা। ১ ছক্কা ও ৩ চারে ২২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন করুনারাত্নে। ৪ চারে ২৩ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলেন মাদুশকা।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।