ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

টানা চার ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে হারতে হয়েছে খুলনা টাইগার্সকে। আজ জয়ে ফেরার লক্ষ্যে তারা নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।

যারা শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে জয়ে ফিরেছে।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৩তম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাস।  

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, উইল জ্যাকস, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, আমের জামাল, জাকের আলি, তানভির ইসলাম, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, পারভেজ হোসাইন ইমন, আকবর আলী, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও মুকিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।