ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

প্রথম ইনিংসে সেঞ্চুরি হাকানোর পর দ্বিতীয় ইনিংসেও আলো ছড়ান কেন উইলিয়ামসন। তার ব্যাটিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে বিশাল লক্ষ্য ছুড়ে দেয় নিউজিল্যান্ড।

জবাবে কেবল লড়েন ডেভিড বেডিংহ্যাম। বাকিদের আসা-যাওয়ার মিছিলে তার ইনিংসই কেবল সফরকারীদের প্রাপ্তি।

মাউন্ট মঙ্গানুই টেস্টে ২৮১ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। শেষ ইনিংসে ৫২৯ রানের লক্ষ্যে আজ প্রোটিয়ারা অলআউট হয় ২৪৭ রানে। ইনিংস ব্যবধানে জয়ের বাইরে রানের হিসেবে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ জয় এটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের হিসেবে সবচেয়ে বড় জয় তাদের এটিই।  

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৫১১ রানের জবাবে ১৬২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৩৪৯ রানের লিডে থাকা কিউইরা অবশ্য ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে যায়। সেখানে ৪ উইকেটে ১৭৯ করে ইনিংস ঘোষণা করলে প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫২৯ রান! ধরাছোঁয়ার বাইরে থাকা এই লক্ষ্য অনুমিতভাবেই উতরাতে পারেনি সফরকারীরা।  

রান তাড়ায় খেলতে নেমে শূন্য রানেই বিদায় নেন প্রোটিয়া ওপেনার এডওয়ার্ড মুর। ৩ রান করে উইকেট হারান দলটির অধিনায়ক নিল ব্রান্ড। দুই ওপেনার হারানোর পর তৃতীয় উইকেটে কিছুক্ষণ লড়াই করেন রেনার্ড ফন টন্ডার ও জুবাইর হামজা। তবে লাঞ্চের পরেই ভাঙে তাদের জুটি। ৮৩ বলে ৩১ করেন ফন টন্ডার, ৯৬ বলে ৩৬ করে বিদায় নেন হামজা।

এরপর একই লড়াই চালিয়ে যান বেডিংহ্যাম। তাকে সঙ্গ দেন কিগান পিটারসেন। ১০৫ রানের জুটিতে বেডিংহ্যামের অবদান ছিল ৮৬, পিটারসেনের স্রেফ ১৬! বেডিংহ্যামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কাইল জেমিসন। ৯৬ বলে ৮৭ রান করে বিদায় নেন তিনি। পিটারসেন করেন ১৬ রান। শেষদিকে কেবল ৫৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন রুয়ান দু সুয়াত। বাকিরা কেউই করতে পারেননি উল্লেখযোগ্য রান।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।