ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইফ-নাঈমের ব্যাটে রান, তবু অল্প সংগ্রহ ঢাকার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
সাইফ-নাঈমের ব্যাটে রান, তবু অল্প সংগ্রহ ঢাকার

একসঙ্গে ব্যাটে রানের দেখা মোহাম্মদ নাঈম ও সাইফ হাসান। কিন্তু তাতেও ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান তুলতে পেরেছে দুর্দান্ত ঢাকা।

 

২০২৪ বিপিএলের ২৪তম ম্যাচে আজ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ঢাকা। দুই দলই আছে পয়েন্ট টেবিলের তলানিতে। পরের পর্বে খেলার সম্ভাবনাও নেই তাদের। এমন ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ঢাকা। প্রথম ওভারেই তারা হারায় ওপেনার সাব্বির হোসেনের (৪) উইকেট।  

এরপর অবশ্য ৭৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন নাঈম ও সাইফ। ২৯ বলে ৩৬ রান করেন নাঈম। আর সাইফের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪১ রান। বাকিরা কেউ বলার মতো রান করতে পারেননি।

বল হাতে ৪ ওভারে ১৯ রান খরচে ২ উইকেট নিয়েছেন সিলেটের ইংলিশ স্পিনার সামিত প্যাটেল। আর পেসার রেজাউর রহমান রাজা ২০ রান খরচে তুলে নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট গেছে নাঈম হাসান ও বেনি হাওয়েলের ঝুলিতে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।