ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ডাক পেলেন নিসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ডাক পেলেন নিসার

মাইকেল নিসার টেস্ট খেলেছেন কেবল দুটি। সবশেষ ম্যাচটি খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে।

গত বছর অ্যাশেজের পর দল থেকে ছিটকে পড়েন তিনি। এরপর ঘরোয়া ক্রিকেটেও তার পারফরম্যান্স অবনতির দিকে। কিন্তু তা সত্ত্বেও নিউজিল্যান্ড সফরের দুটি টেস্টের জন্য তাকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। তার বোলিং নিউজিল্যান্ডের মাটিতে কার্যকর হতে পারে বলে ধারণা প্রধান নির্বাচক জর্জ বেইলি।  

তিনি বলেন, 'দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের পর মাইকেল নিসেরকে আরও একটি সুযোগ পেতে দেখে ভালো লাগছে। '

নিসের ছাড়াও বেইলি এই সফরে পেসার হিসেবে রেখেছেন আরও চারজনকে। ওপেনিংয়ে বিকল্প হিসেবে জায়গা ধরে রেখেছেন ম্যাট রেনশ। এছাড়া তেমন কোনো চমক নেই দলে।

আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ থেকে।  

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নিসার, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।