ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘লর্ড শান্তই এখন অধিনায়ক’, নান্নুকে ‘স্যালুট’ সুজনের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
‘লর্ড শান্তই এখন অধিনায়ক’, নান্নুকে ‘স্যালুট’ সুজনের

নানা সময়ে জাতীয় দলের নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা-সমালোচনা ছিল নিয়মিত ঘটনা। শেষ অবধি সোমবারের বোর্ড সভায় সরিয়ে দেওয়া হয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমনকে।

এখন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাকের সঙ্গে নির্বাচক প্যানেলে জায়গা পেয়েছেন হান্নান সরকার।  

আগের নির্বাচক প্যানেলকে অনেক সমালোচনা শুনতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। অফ ফর্মে থাকার পরও তার ওপর আস্থা রেখেছিলেন নান্নু-বাশাররা। গত এক বছর ধরে প্রতিদান দিচ্ছেন শান্তও। এখন তিনি তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক।  

মঙ্গলবার চট্টগ্রামে নির্বাচক প্যানেল নিয়ে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্স ভাইস চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় তিনি নতুন নির্বাচক প্যানেলের ব্যাপারে না জানায় বিস্ময় প্রকাশ করেন। নান্নুর সমালোচনাকারীদেরও কড়া কথা শুনিয়েছেন সুজন।

তিনি বলেন, ‘আপনাদের এই প্রশ্ন করা কি ঠিক? (সাংবাদিকের নান্নুর প্রশংসার প্রশ্নের জবাবে) নান্নু ভাইকে আপনারা এমনভাবে… নান্নু ভাই খুবই দুর্ভাগা। একজন সাবেক অধিনায়ককে যেভাবে মানুষ বিব্রত করেছে, আমি এটা মেনে নিতেই পারি না। ভুল মানুষের থাকতেই পারে। নান্নু ভাই, সুমন সততার সঙ্গে কাজ করেছেন। শুধু উনাদের দোষ দিয়েও লাভ হবে না। আমরা নির্বাচক খুঁজে পাচ্ছিলাম না। বিসিবি কেন উনাদের এতদিন নিয়ে এগিয়েছে? যেটা বাস্তবতা সেটা ভাবতে হবে। ’ 

‘নান্নু ভাই দুদিন আগেও খুব খারাপ ছিলেন, আজ তাকে ভালো বলার কারণ আছে বলে মনে করি না। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে যদি নির্বাচক তৈরি করি, নির্বাচক-খেলোয়াড়দের গালি দেই! লর্ড শান্ত আজ তিন ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন। কয়দিন আগেই শান্ত লর্ড ছিল। এসব কথা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই ছড়ায়। ’

প্রায় এক যুগ ধরে নির্বাচক প্যানেলে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। হাবিবুল বাশার সুমনও ছিলেন এক দশক ধরে। এই দুজনের কাজের প্রশংসা করেছেন সুজন। তাদের কাজ সহজ ছিল না বলেই মনে করেন এই বিসিবি পরিচালক।

তিনি বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) দায়িত্বও খুব জরুরি। সমালোচনা থাকবেই। শান্ত ভালো খেলবে না, সমালোচনা হবে। লিপু ভাই ভালো কাজ করবে না, সমালোচনা হবে। কিন্তু লিপু ভাইর ভালো কাজের কথাও বলতে হবে। নান্নু ভাই, সুমনের অধীনে বাংলাদেশ দল অনেক সাফল্য পেয়েছে। উনাদের অবদান ভুলে গেলে হবে না। ’

‘পরিবর্তন দরকার ছিল, বিসিবির এই সিদ্ধান্ত… নান্নু ভাইরা যতদূর করেছেন, অবশ্যই অনেক ভালো কাজ করেছেন। আমি কোনো দোষারোপ করি না, উল্টো স্যালুট করি। তারা ধৈর্যের সাথে যে কাজটা করে গেছেন। নির্বাচক হওয়া সহজ কাজ না, আপনি তো সবাইকে খুশি করতে পারবেন না। এতজন থেকে ১৫ জন নেওয়া, আবার পছন্দ-অপছন্দ আছে। এগুলোর মধ্যে কাজ করা সহজ ছিল না। ’

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।