ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কামিন্সকে ‘নির্দেশ’ দিতে তর সইছে না মার্শের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
কামিন্সকে ‘নির্দেশ’ দিতে তর সইছে না মার্শের

অধিনায়ক হওয়ার পর টেস্ট ও ওয়ানডেতে দলকে বানিয়েছেন বিশ্বসেরা। সামনেই অপেক্ষা করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে এই ফরম্যাটে প্যাট কামিন্স কেবলই একজন ক্রিকেটার। আর তাকে নির্দেশনা দিতে তর সইছে না অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শের।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাল ওয়েলিংটনে মাঠে নামছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এটাই তাদের শেষ সিরিজ। তাই পূর্ণশক্তির দল দিয়েছে তারা। যেখানে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে মার্শের কাঁধে।

কামিন্স প্রসঙ্গে মার্শ বলেন, 'তাকে কী করতে হবে সেটা বলতে আমার তর সইছে না। একইসঙ্গে প্যাটের (কামিন্স) মতো একজন নেতাকে দলে পেয়ে আমি ভাগ্যবান মনে করছি। তার যে অভিজ্ঞতা, তা আমাকে সিরিজজুড়ে কিছু নির্দিষ্ট সময়ে সাহায্য করবে। কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউডকে ফিরে পেয়ে আমরা ভাগ্যবান। '

'আন্তর্জাতিক সূচি খেয়াল করলে দেখবেন তারা একসঙ্গে খুব বেশি টি-টোয়েন্টি খেলেনি। তাই বিশ্বকাপের আগে তাদেরকে দলে ফিরে পাওয়াটা অসাধারণ ব্যাপার। '

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্রামে থাকলেও নিউজিল্যান্ড সিরিজে দলে আছেন স্টিভেন স্মিথ। তবে তিনি কোথায় ব্যাট করবেন সেটা স্পষ্ট করেননি মার্শ। যদিও বরাবরই উপরে ব্যাট করার ইচ্ছা প্রকাশ করেছেন স্মিথ। তবে মার্শ সাফ জানিয়ে দিলেন, টপ অর্ডারে স্মিথের কোনো জায়গা নেই।

অজি অধিনায়ক বলেন, 'গত ১৮ মাস ধরে আমি তিনেই ব্যাট করেছি। তাই আমি সেখানেই ব্যাট করব। এবং অবশ্যই ডেভি (ওয়ার্নার) ও হেডি (ট্রাভিস) সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলেছে। তাই আমি সাহস নিয়েই বলতে পারি, টপ থ্রি এমনই হবে। '

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।