ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের ক্রিকেটে হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
মেয়েদের ক্রিকেটে হাবিবুল বাশার

জাতীয় দলের নির্বাচক হিসেবে পাট চুকানোর পর এবার মেয়েদের ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন হাবিবুল বাশার সুমন। বিসিবির মহিলা উইংয়ের হেড অব অপারেশনস করা হয়েছে তাকে।

আজ আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব বুঝে নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

গতকাল সংবাদমাধ্যমকে হাবিবুল বলেন, ‘বিসিবির নারী ক্রিকেট কমিটিতে কাজ করার প্রস্তাব পেয়েছি। আগামীকাল (আজ) এটি নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। গেলেই বুঝতে পারব কোন ভূমিকায় কাজ করতে হবে আমাকে। '

মেয়েদের ক্রিকেট নিয়ে এর আগেও কাজ করার সুযোগ এসেছিল হাবিবুলের। ২০১৬ সালে নির্বাচক করা হয়েছিল তাকে। কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগেই বিসিবি সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি ঘোষণার দিনই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়কের জন্য খোঁজা হচ্ছে জুতসই বিভাগ, পদ এবং পদবিও। সদ্য বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে দেখা যেতে পারে বিসিবি টুর্নামেন্ট কমিটিতে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।