ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভাষা শহীদদের জয় উৎসর্গ করল চট্টগ্রাম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
ভাষা শহীদদের জয় উৎসর্গ করল চট্টগ্রাম

‘এক মাসের প্রেস শেষ করে গেলাম’, দুর্দান্ত ঢাকার বিপক্ষে সংবাদ সম্মেলন শেষ করে এমন কথাই বলেছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু তাকে আবার ওই কক্ষে আসতে হলো স্রেফ দুদিন পর।

সেটির উপলক্ষও একটু আগেই মঞ্চায়িত করেছেন তানজিদ।  

ক্যারিয়ারসেরা ইনিংস তো বটেই, তানজিদ ছুয়েছেন তিন অঙ্কও। তার সেঞ্চুরিতেই গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এই জয় নিয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই তানজিদ দেননি একটি ঘোষণা।

‘প্রথমত আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে আমাদের। সঙ্গে সঙ্গে আমরা প্লে-অফ নিশ্চিত করেছি এটা সবচেয়ে ভালো বিষয়। দলের সবার সঙ্গে কথা হয়েছে সবাই এই জয়টা ভাষা শহীদদের উৎসর্গ করেছে। তো আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই জয়টা উৎসর্গ করছি। ’

তাহলে আপনার সেঞ্চুরিটা কাকে উৎসর্গ করছেন? এই প্রশ্নটাও যায় তানজিদের কাছে। ৫৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তানজিদ। এরপর ড্রেসিংরুমের দিকে দৌড়ে গিয়ে ব্যাট শূন্যে ছুড়ে উদযাপন করছেন তিনি। নিজের সেঞ্চুরিটি তিনি উৎসর্গ করছেন ভাগিনার।  

তিনি বলেন, ‘আমার ছোট একটা ভাগ্নে আছে। সবসময় ওর সঙ্গে কথা হয়, ম্যাচের আগের দিন মাঠে আসার আগেও। ছয় বললে ছয় দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই। ’

‘আমি কখনও এইভাবে চিন্তা করি নাই (সেঞ্চুরির প্রত্যাশা)। আমি আগে যা করছিলাম সেট হয়ে আউট হয়ে যাচ্ছিলাম। চেষ্টা করছিলাম যে ভালো শুরু করার পর সেখান থেকে ক্যারি করব। এটাই চেষ্টা করছি আজকে। ’

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।